নতুন করে Federal Trade Commission এর তদন্তের মুখোমুখি হচ্ছে Amazon

নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার স্টেট অ্যাটর্নি জেনারেল Amazon এর অনলাইন মার্কেট-প্লেস তদন্তের জন্য জোট করেছে Federal Trade Commission এর সাথে।

Bloomberg এর রিপোর্ট অনুযায়ী এজেন্সি গুলো কয়েক সপ্তাহের মধ্যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু করবে বলে পরিকল্পনা করছে।

ক্যালিফোর্নিয়ার তদন্তের বিষয়টি আগেই নিশ্চিত করেছিল Wall Street Journal তবে তাদের সাথে Federal Trade Commission যুক্ত হবার বিষয়টি প্রথম বারের মত তুলে ধরছে Bloomberg। একই সাথে গত মাসে  The New York Times বলেছিল বিষয়টি ওয়াশিংটনও খতিয়ে দেখছে।

Amazon বেশ কিছু ধরে বিভিন্ন আইনজীবী সংস্থার তদন্তের মুখোমুখি হচ্ছিল। কারণ বিভিন্ন কোম্পানি দাবী করেছিল তাদের ডেটা ব্যবহার করে নিজেদের পণ্য ডিজাইন করে।

প্রথম দিকে বিষয়টি অস্বীকার করলেও, Wall Street Journal এর প্রতিবেদনের পর Amazon বিষয়টি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত গঠন করতে বাধ্য হয়।

যখন কয়েক দিন আগে বিশ্বের প্রভাবশালী চার টেক কোম্পানির CEO কে একটি Anti Trust শুনানিতে ডাকা হয়েছিল, সেখানেও থার্ড পার্টি ডেটা ব্যবহার নিয়ে প্রশ্ন করা Amazon এর CEO, Jeff Bezos কে। তখন Jeff Bezos জানান, তিনি গ্যারান্টি দিতে পারছেন না যে এই ধরনের নীতি Amazon এ লঙ্ঘিত হয় নি।

Amazon এর একচেটিয়া আচরণ, কর্মীদের উপযুক্ত চিকিৎসা না দেয়ার জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠানটিকে তদন্ত করা হচ্ছে।

বর্তমানে নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় পাশাপাশি জাতীয় শ্রম সম্পর্ক বোর্ডের কর্মকর্তাদের তদন্তের মুখোমুখি হচ্ছে Amazon। অভিযোগ উঠেছিল তারা করোনা ভাইরাস মহামারীকালে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এ ব্যাপারে শ্রমিকরা কথা বলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা গেছে এই বিষয় গুলো নিয়েই Federal Trade Commission, নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলরা Amazon এর অনলাইন মার্কেট-প্লেসে তদন্ত করবে।

-
টেকটিউনস টেকবুম - ২৯ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস