সম্প্রতি GPS, খেলাধুলা এবং ফিটনেস টেক কোম্পানি Garmin তাদের হ্যাক হওয়া ডেটা ফিরিয়ে আনতে হ্যাকারদের দিয়েছে কয়েক মিলিয়ন ডলার।
গত ২৩ জুলাই, Garmin এর অনলাইন সার্ভিস গুলোতে বেশ জটিলতা দেখা দেয় এর কিছু দিন পর তারা নিশ্চিত করে তারা সাইবার এটাকের শিকার হয়েছিল।
কয়েকটি মিডিয়া জানায় Garmin, Ransomware এটাকের শিকার হয় কিন্তু এ ব্যাপারটিতে তারা কোন মন্তব্য করতে চায় নি।
এই ঘটনার পর Garmin একটি বিবৃতিতে জানায়, এই ঘটনায় ইউজারদের ডেটা, এক্টিভিটি, পেমেন্ট এবং অন্য ব্যক্তিগত ইনফরমেশনের উপর কোন প্রভাব পড়বে না।
বিভিন্ন উৎস থেকে জানা গেছে এই ধরনের এটাকের পেছনে WastedLocker Ransomware দায়ী থাকতে পারে।
WastedLocker একটি নতুন Ransomware ভাইরাস যা মে মাসে Malwarebytes তাদের একটি রিপোর্টে নিশ্চিত করেছে। তারা জানায় এটি অপারেট করছে Evil Corp নামে একটি হ্যাকিং গ্রুপ। অন্যান্য Ransomware এর মত এটিও ইউজারদের ফাইল এনক্রিপ্ট করে বিট-কয়েন চায়।
কয়েকদিন Sky News জানায়, Arete IR ফার্মের মাধ্যমে Garmin তাদের ডেটাকে ফিরিয়ে আনতে হ্যাকারদের কয়েক মিলিয়ন ডলার প্রদান করেছে। তবে Arete IR স্বীকার করতে চায় নি যে এই হ্যাকিং এর পেছনে Evil Corp গ্রুপের হাত ছিল।
যখন সকল সংবাদ মাধ্যম এই হ্যাকিং এ Evil Corp কে দোষারোপ করছিল তখন এ ব্যাপারে একটি টুইটও করে Arete IR।
তবে বিষয়টি এখনো তদন্তের মধ্যে আছে বলে কয়েকটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে।
-
টেকটিউনস টেকবুম - ২৯ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।