টুইটারকে ২৫০ মিলিয়ন ডলার জরিমানা করতে পারে Federal Trade Commission

২য় কোয়ার্টারের আয়ের রিপোর্ট প্রকাশের পর, ২০১১ সালের সম্মতি চুক্তি লঙ্ঘনের জন্য Federal Trade Commission থেকে খসরা অভিযোগ পেয়েছে টুইটার

সম্প্রতি জানা গেছে টুইটারকে তদন্ত করছে Federal Trade Commission (FTC)। FTC তদন্ত করে দেখছে টুইটার ২০১১ সালের সম্মতি চুক্তি লঙ্ঘন করেছে কিনা। টুইটার ইতিমধ্যে ১৫০ মিলিয়ন থেকে ২৫০ মিলিয়ন পর্যন্ত আর্থিক ক্ষতিরও প্রত্যাশা করছে।

টুইটারের বিরুদ্ধে অভিযোগ উঠে তারা ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজ্ঞাপণ টার্গেটিং এর জন্য ইউজারের ইমেইল এড্রেস এবং ফোন নাম্বার ব্যবহার করেছে।

গত অক্টোবরে টুইটার স্বীকার করে যে তারা ইউজারের ফোন নাম্বার এবং ইমেইল এড টার্গেটিং এ ব্যবহার করেছে, তারা আরও জানায় সেগুলো ইউজাররাই Two-factor Authentication এর জন্য আপলোড করছিল। টুইটার জানায়, যেহেতু ডেটা গুলো অজান্তে ব্যবহৃত হয়েছে সুতরাং তারা ঠিক জানে না এতে কত জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Federal Trade Commission এর অভিযোগে বলা হয়, এই বিষয়টির মাধ্যমে, টুইটারের ২০১১ সালে "ইউজারের ডেটা সুরক্ষায় ব্যর্থ হয়ে তাদের গোপনীয়তা ঝুঁকিতে ফেলেছে" অভিযোগের নিষ্পত্তি যে চুক্তির মাধ্যমে হয়েছিল, তা লঙ্ঘিত হয়েছে।

এছাড়াও বিট-কয়েন কেলেঙ্কারি জন্য এমনিতে টুইটারের সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে। যেখানে হ্যাকাররা ১২০, ০০০ ডলারের মত হাতিয়ে নিয়েছে ইউজারদের কাছ থেকে।

-
টেকটিউনস টেকবুম - ২৮ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস