গুগল বাজারে এনেছে ৩৫০ ডলার মূল্যের Pixel 4a স্মার্টফোন

গুগল বাজারে এনেছে Pixel 4a নামে তাদের নতুন স্মার্ট-ফোন, দারুণ সব ফিচারের এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৫০ ডলার।

বড় টেক কোম্পানি Google, Apple, এবং Samsung এর মত কোম্পানি গুলো যে তাদের ধীর গতির বিক্রয় মোকাবেলা করতে সস্তা ফোনে দিকে মনোযোগ দিয়েছে এটা আমার প্রমাণ হল Pixel 4a এর মাধ্যমে।

দেখা গেছে Apple এর ৪০০ ডলারের iPhone SE থেকেও কম মূল্যে Google তাদের নতুন ফোনটি বাজারে ছেড়েছে।

গত বছরের Pixel 3a এর মতই স্বল্পমূল্যের একটি ফ্ল্যাগ-শিপ এটি। ২০ আগস্ট মুক্তি পাওয়া ফোনটিতে দেওয়া হয়েছে ১২.২ মেগা-পিক্সেল এর ক্যামেরা সাথে আছে Portrait Mode এবং Night Sight ফিচার। যার মাধ্যমে অন্ধকারেও চমৎকার ছবি উপহার দিতে পারবে ফোনটি।

Pixel 4a এর ক্যামেরা দিয়েও Pixel 4 এর মত রাতের আকাশ ভরা তারার ছবি তুলা যাবে সুতরাং এই ফোনটিতেও দেয়া হয়েছে Astrophotography ফিচার। ফোনটি মাত্র ১৬ সেকেন্ড শাটার স্পীডে ভিন্ন এক্সপোজারে ১৫ টি ছবি তুলতে পারবে।

Pixel 4a এবং Pixel 4 এর মূল পার্থক্য ক্যামেরাতে, অতিরিক্ত ১৬ মেগা-পিক্সেল ক্যামেরা যুক্ত করা হয়েছিল তাদের Pixel 4 ফোনে।

জানা গেছে গুগল এ বছর আরও দুটি ফোন লঞ্চ করতে যাচ্ছে, একটি হবে Pixel 4a এর 5G ভার্সন দাম শুরু হবে ৫০০ ডলার থেকে, আরেকটি সম্পূর্ণ নতুন ডিজাইনে তৈরি করা হবে যার নাম হবে Pixel 5। দুটি ফোনেই 5G সাপোর্ট করবে এ ছাড়া আর কোন তথ্য এখনো কোম্পানিটি প্রকাশ করতে চায় নি।

Pixel 4a ডিজাইন করা হয়েছে  5.8-inch OLED Screen এবং Single Hole Punch দিয়ে। যেখানে Pixel 4 এর  স্ক্রিন ছিল 5.7-inch এবং Pixel 4 XL এর ছিল 6.3-inch।

তবে Pixel 4a পলি কর্বোনেট উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যা Pixel 4 এর অ্যালুমিনিয়াম ডিজাইনের মত এতটা প্রিমিয়াম লুক দেবে না।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে, Qualcomm এর Snapdragon 730G Processor। অন্যদিকে Pixel 4 ফোনটিতে ব্যবহার করা হয়েছিল Qualcomm এর Snapdragon 855 Processor।

এতে অন্য Pixel ফোন গুলোর মত Live Caption, Safety app ফিচারের সাথে সাথে সাপোর্ট করবে ল্যাটেস্ট এবং দ্রুততম Google Assistant যা ২০১৯ সালে ঘোষণা করা হয়।

যেহেতু সস্তা স্মার্ট-ফোন গুলোর বাজার প্রতিনিয়ত প্রতিযোগিতা মূলক হয়ে উঠছে তাই Oneplus, Samsung এর মত Google ও স্বল্প মূল্যের ফ্ল্যাগ-শিপের দিকে নজর দিয়েছে।

Apple এপ্রিলে iPhone SE নামে মাত্র ৪০০ ডলারের ফোন বাজারে ছেড়েছিল, যা তৈরি করা হয়  iPhone 8 এর ডিজাইনে এবং যেখানে একই চিপ ব্যবহার করা হয়েছিল। এবং ১৬ সালের পর এটিই ছিল Apple এর আরেকটি বাজেট ফ্রেন্ডলি ফোন। আর ফোনটির জন্য ৩য় প্রান্তিকে Apple এর ফোন বিক্রি ব্যাপক বেড়ে যায়।

Samsung ও এ বছর বেশ কয়েকটি বাজেট ফ্রেন্ডলি ফোন নিয়ে এসেছে। তারা ঘোষণা দেয় খুব তাড়াতাড়ি তারা যুক্তরাষ্ট্রে Galaxy A series এর ফোন বিক্রয় শুরু করবে এবং ফোন গুলোর দাম ১০০ ডলার থেকে শুরু হবে।

২০২০ সালের ২য় কোয়ার্টারে ফোন শিপিং এ Huawei এগিয়ে থাকলেও, ধারণা করা যায় গুগল এর এই আক্রমণাত্মক মূল্য নির্ধারণ বড় একটা বাজার দখল করতে পারবে।

গত বছর Pixel 3a এবং Apple এর iPhone SE প্রতিযোগিতারপর, সস্তা ফ্ল্যাগ-শিপ ফোন বাজারে আনার প্রতিযোগিতায় এগিয়ে থাকার আরেকটি পদক্ষেপ হতে পারে Pixel 4a।

-
টেকটিউনস টেকবুম - ২৮ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস