যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠা করা হবে TikTok এর সদর দপ্তর

TikTok এর প্রধান কোম্পানি ByteDance জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠা হতে পারে TikTok সদর দপ্তর।

Reuters এর এক রিপোর্টে ByteDance এর এক মুখপাত্র বলেন, "ByteDance একটি বিশ্বব্যাপী সংস্থা হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান পরিস্থিতির আলোকে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের আরও ভালভাবে সেবা দেওয়ার জন্য আমেরিকার বাইরে TikTok  এর সদর দফতর প্রতিষ্ঠার সম্ভাবনা মূল্যায়ন করছে ByteDance

ব্রিটেনের Sun Newspaper এ রিপোর্ট করা হয়, শীগ্রই ব্রিটিশ রাজধানীতে TikTok এর প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা ঘোষণ করবে ByteDance, গুগল এবং ফেসবুকের মত অন্যান্য টেক কোম্পানি গুলোর সাথে যোগ দেবে TikTok

TikTok এর বর্তমান অফিস গুলো লন্ডনের WeWork বিল্ডিং এ। তবে TikTok এর নিজস্ব সদর দপ্তর ByteDance থেকে আলাদা নয়, যার প্রধান অফিস গুলো চীনে।

বর্তমানে TikTok এর সদর দপ্তর প্রতিষ্ঠার বিষয়টি অনেকটাই অনিশ্চিত কারণ যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছে প্রতিষ্ঠানটি।

প্রশাসন বারবার অ্যাপটি ব্যানের হুমকি দিয়ে আসছিল তাই তারা যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রি করে দেওয়ারও পরিকল্পনা করছে। মাইক্রোসফট ইতিমধ্যে কোম্পানিটি কেনার আগ্রহও প্রকাশ করেছে।

বিশ্ব ব্যাপী TikTok অ্যাপটি ডাউনলোডের পরিমাণ ২.৩ বিলিয়ন, যার যুক্তরাষ্ট্রের ইউজারের পরিমাণ ৮০ মিলিয়নেরও বেশি। সম্প্রতি কোম্পানিটির বাজার মূল্যায়ন ধরা হচ্ছে ৩০ থেকে ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত।

-
টেকটিউনস টেকবুম - ২৮ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস