করোনা মহামারীতে, "ক্যাশ-লেস সোসাইটি" নামের কন্সপাইরেসি থিউরি নতুন ভয় ছড়িয়ে দিচ্ছে।
Square এর রিসার্চ অনুযায়ী এই মহামারীতে ক্যাশ-লেস পেমেন্ট বেড়েছে তিন গুন। যুক্তরাষ্ট্রে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত সকল পেমেন্টের ৮% থেকে ৩১% ছিল ক্যাশ-লেস পেমেন্ট। যেখান জুনেও এটি ছিল ২০%।
গত জুলাই মাসে Mississippi এর বাসিন্দা ফেসবুকে ক্যাশ-লেস সোসাইটি নিয়ে একটি দীর্ঘ Post করেন। ৭০০ ওয়ার্ডের সেই Post টি প্রায় ৩ লক্ষবার শেয়ার করা হয়। তিনি তার Post এ উল্লেখ করেন, জন্মদিনের কার্ড গুলিতে আর কোন অর্থ থাকবে না, চ্যারিটি সংগ্রহ করা হবে না, ব্যাংকগুলি প্রতিটি একক পয়সায় নিয়ন্ত্রণ রাখবে, আপনি কি কিনতে পারবে এবং কি কিনতে পারবেন না তা সরকার নিয়ন্ত্রণ করবে।
অন্য একজন ব্যক্তি একই Post টুইটারে করলে সেখানে ১৮, ০০০ রি-টুইট এবং ৫৬, ০০০ লাইক আসে।
Post টিতে আরও লেখা ছিল, "আপনি গ্রাহক হলে নগদ অর্থ দিয়ে কোন কিছু কিনতে চান, দোকানের মালিক হলে কার্ডে পেমেন্ট করতে বলেন, আর ব্যাংক গুলোও নগদ অর্থ জমা করা ক্রমশ কঠিন করে তুলছে"।
জানা গেছে, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্চ মাসে নগদ অর্থ প্রদানের বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছে" এমন দাবী করে ব্রিটিশ মিডিয়া গুলো, WHO এর অবস্থান ভুলভাবে উপস্থাপন করেছিল। Daily Telegraph এর একটি আর্টিকেলে জানায় WHO, ব্যাংক নোটের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে পরামর্শ দিচ্ছে।
কিন্তু WHO এর মুখপাত্র জানায় এই নিউজটি সম্পূর্ণ ভুল ছিল, তিনি বলেন, "আমরা বলেছিলাম অর্থ ব্যবহার করার পরে আপনার হাত ধোয়া উচিত, বিশেষ করে খাবার খাওয়ার সময়"।
'ক্যাশ-লেস সোসাইটি' ধরনাটি গত কয়েক দশক ধরেই প্রচলিত ছিল এমনকি সুইডেন নিয়মিত ভাবে ব্যাংক নোট পুরোপুরি বাদ দেওয়ারও পরিকল্পনা করেছিল।
Social Media Research Centre এর প্রতিষ্ঠাতা Business insider এর এক সাক্ষাৎকারে বলেন, "আমরা দীর্ঘদিন ধরে জানি সমাজ নগদ অর্থ ছাড়াই লেনদেন করতে পারে তবে এই ধরনের কন্সপিরেসি গুলো সম্পূর্ণ অযৌক্তিক''।
তবে এই মহামারীতে, করোনা নিয়ে ভুল তথ্য ছড়ানো রোধে সোশ্যাল মিডিয়া গুলোর অবস্থান ছিল খুবই শক্ত। যেখানে এখন পর্যন্ত কয়েকশো সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যান করার খবরও পাওয়া গেছে। একই সাথে করোনা মহামারী সম্পর্কিত অন্য যেকোনো বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণ করতেও ভাল পদক্ষেপ নিয়েছে তারা, যাতে করে তাৎক্ষণিক ভাবে কোন আতংক ছড়িয়ে পড়া রোধ করা যায়।
-
টেকটিউনস টেকবুম - ২৮ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।