জানা গেছে ভারতীয় হোটেল বুকিং স্টার্ট-আপ, Oyo কে সাহায্য করছে SoftBank Group। স্টার্ট-আপটি জাপানেও তাদের কার্যক্রম শুরু করেছে এবং CEO নিয়োগ দিচ্ছে।
জাপানে তাদের ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে, হোটেল বুকিং এবং এপার্টমেন্ট রেন্টাল ইউনিটকে এক সাথে যুক্ত করেছে Oyo। জাপানে কোম্পানিটির নাম দেয়া হয়েছে Oyo Japan। Oyo Japan এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যুক্ত হয়েছে Ryoma Yamamoto এবং ডেপুটি হিসেবে আছেন Ryota Tanozaki।
Oyo এর সাথে SoftBank Group এর নামটি জড়িত থাকায়, জাপান এটির আন্তর্জাতিক সম্প্রসারণের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে।
দেশে পৃথক ব্যবসায় হিসেবে, সিকিউরিটি ডিপোজিট এর ঝামেলা কমাতে Oyo পরিচালনা করে আসছিল Oyo Life এবং Oyo Hotels। তবে এর আক্রমণাত্মক বৃদ্ধির পরিকল্পনাটি করোনা মহামারী এবং অপারেশনাল চ্যালেঞ্জ এর জন্য ব্যর্থ হয়।
জুনের শেষের দিকে স্টার্ট-আপটি, সাপ্পোরো, সেন্ডাই, নাগানো, হিরোশিমা এবং ওমিয়ায় অফিস বন্ধ করে তাদের আঞ্চলিক উপস্থিতিকে কমিয়ে দেয়। এ সময় Oyo Hotels এর চিফ বিজনেস অফিসার তনোজাকি বলেছেন, Oyo তার টোকিও সদর দফতরকেও ছোট করে দেখতে চাইছে।
এই পদক্ষেপ গুলো ছিল আন্তর্জাতিক পর্যায়ে Oyo এর কার্যক্রম কমিয়ে আনার প্রচেষ্টা যাতে এটি ছোট পর্যটন শিল্পের সাথে খাপ খায়।
জানা গেছে, , Oyo Hotels এর জাপান নেতা প্রসূন চৌধুরীকে বাদ দেয়ার পর একীভূত ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ করবেন Oyo Life এর তত্ত্বাবধায়ক ইয়ামামোটো।
-
টেকটিউনস টেকবুম - ২৮ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।