নাসার দুই নভোচারী পৃথিবীতে ফিরে এসেছে আমেরিকার পতাকা নিয়ে

সম্প্রতি নাসার দুই নভোচারী Bob Behnken এবং Doug Hyrley, ৬৩ দিন মহাশূন্যে কাটানোর পর, SpaceX এর নতুন Crew Dragon স্পেস-শিপে করে পৃথিবীতে সফলতার সাথে ফিরে এসেছে। জানা গেছে তারা ২০১১ সালের Shuttle Mission এ রেখে আসা আমেরিকার পতাকাটি নিয়ে ফিরেছে।

এর আগে ২০১১ সালে আমেরিকার মাটি থেকে আমেরিকার পতাকা সহ মহাশূন্যে মানুষ পাঠানো হয় এবং মাঝ খানে ৯ বছর এমনটি হয় নি। মহাশূন্য অভিযানে এত দিন রাশিয়ার  Soyuz launch ব্যবহার করা হয়েছিল।

২০১১ সালেই পরিকল্পনা করা হয়েছিল, পরবর্তীতে আবার যখন আমেরিকা থেকে কোন মহাকাশযান পাঠানো হবে তখনই এই পতাকা ফিরিয়ে আনবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব মহাকাশ যাত্রা শুরুর  ক্ষমতা ফিরিয়ে আনতে ২০১১ সালে Barack Obama নাসার Commercial Crew Program চালু করে।

এই প্রোগ্রামের অংশ হিসেবে SpaceX এবং Boeing উভয় প্রতিষ্ঠান নাসার পর্যালোচনায় তাদের মহাকাশ যান বানাচ্ছিল। Boeing তুলনা মূলক আগে তাদের মহাকাশযান তৈরি করলেও সফটওয়্যার ইস্যুর জন্য তারা এটি লঞ্চ করতে পারে নি। তাই SpaceX এগিয়ে যায়।

গত ৩০ মে ফ্লোরিডা থেকে SpaceX, তাদের Crew Dragon স্পেস-শিপকে International Space Station পাঠায়। SpaceX এর Gragon স্পেস-শিপটিই ছিল প্রথমবারের মত মহাশূন্যে মানুষকে পাঠানোর বাণিজ্যিক কোন মহাকাশযান।

বলা যায় ৯ বছর আগে Barack Obama যে কম্পিটিশন শুরু করে গিয়েছিল সেটা জিতে গিয়েছে SpaceX।

-
টেকটিউনস টেকবুম - ২৭ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস