জানা গেছে মাইক্রোসফট একা কোন কোম্পানি নয় যারা TikTok এর যুক্তরাষ্ট্রের পরিচালনা কিনতে চাচ্ছে।
বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে মাইক্রোসফট ছাড়াও বিভিন্ন বড় বড় কোম্পানি TikTok এর যুক্তরাষ্ট্রের মালিকানা পেতে ByteDance এর সাথে কথা বলছে। তবে কোন কোন কোম্পানি এই তালিকায় আছে তা এখনো প্রকাশ পায় নি। তবে জানা গেছে এই কোম্পানি গুলোর মধ্যে ByteDancee এর বেশ কিছু বিনিয়োগকারীও থাকতে পারে।
পুরো যুক্তরাষ্ট্র জুড়ে যখন TikTok নিষেধাজ্ঞা নিয়ে কথা হচ্ছে। ট্রাম্প কয়েকবার এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন। নিজের নির্বাচনী প্রচারণায় ও TikTok ব্যবহারে সতর্ক করেছেন তখন ByteDance সিদ্ধান্ত নেয় TikTok এর কাঠামো পরিবর্তন করবে।
তবে বর্তমানে যেহেতু TikTok এর মার্কেট ভ্যালু অনুমান করা হচ্ছে ২০ থেকে ৪০ বিলিয়ন ডলার। সুতরাং যেকোনো কোম্পানির পক্ষে এটিকে কেনাও সম্ভব না।
অন্যদিকে ফেসবুক, গুগল, এবং অ্যামাজন এর মত কোম্পানির পক্ষে TikTok কে গ্রহণ করা সম্ভব হলেও, কিছু দিন আগেই কোম্পানি গুলো Anti Trust শুনানির মুখোমুখি হয়ে এসেছে। এর পরে তারা কতটা আগ্রহ প্রকাশ করবে এটা চিন্তার বিষয়।
Google কে ইতিমধ্যে Fitbit এর চুক্তির জন্য ইউরোপীয় ইউনিয়ন তদন্ত করছে। Apple কখনো Tiktok এর মত কোম্পানি হয়তো কিনতে চাইবে না। ফেসবুককে ইতিমধ্যে Instagram কে কিনে নেয়ার জন্য শুনানিতে বেশ বেগ পেতে হয়েছে। তবে এর আগে ২০১৬ সালে একবার ফেসবুক অবশ্য Musical.ly কে কিনতে চেয়েছিল।
ধারণা করা যায় মাইক্রোসফট এই চুক্তিতে বেশ এগিয়ে থাকবে, কারণ তাদের বর্তমান মার্কেট ভ্যালু ১.৫ ট্রিলিয়ন ডলার যা ফেসবুক এবং গুগল থেকে অনেক বেশি। অন্যদিকে Anti Trust শুনানিতেও কোম্পানিটিকে ডাকা হয় নি।
Walt Disney Co. এবং Verizon এর মত মিডিয়া কোম্পানি গুলোও কয়েকবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কেনাতে আগ্রহ প্রকাশ করেছিল। অন্যদিকে TikTok এর যুক্তরাষ্ট্র ভিত্তিক CEO, Kevin Mayer আগে Disney এর ভিডিও স্ট্রিমিং এর প্রধান ছিলেন। সুতরাং এটা বলা যায়, যে কোম্পানি গুলো TikTok কে কিনতে চাচ্ছে তাদের মধ্যে একটি হতে পারে Walt Disney Co।
অন্য সোশ্যাল মিডিয়া গুলো যেমন, Twitter এবং Snapchat এর ভ্যালুয়েশন TikToK থেকে কম হওয়াতে, তারা হয়তো এই ধরনের চুক্তি করতে আসবে না। তাদের এ জাতীয় লেনদেন করতে হলে স্টক অথবা বাইরের আর্থিক সহায়তা নিতে হবে।
তবে এখনো এই বিষয়টি পরিষ্কার নয় যে কিভাবে TikTok এর যুক্তরাষ্ট্রের বিভাজনটি কাজ করবে অথবা একে চীনা মালিকানা থেকে আলাদা করবে। ByteDance এখনো জানায় নি, প্রোডাক্ট, টেকনোলজি এবং কর্মীদের ক্ষেত্রে এই ধরনের চুক্তি কিভাবে প্রভাব ফেলবে।
-
টেকটিউনস টেকবুম - ২৬ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।