সম্প্রতি জানা গেছে TikTok এর যুক্তরাষ্ট্রের পরিচালনা কিনে নিতে চাচ্ছে মাইক্রোসফট।
কিছু দিন আগে মাইক্রোসফট এক বিবৃতিতে বলে, তারা ByteDance এর সাথে TikTok কে গ্রহণ করার আলোচনা ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে।
ট্রাম্প যখন ঘোষণা করেছিল ইউজারের প্রাইভেসি ঝুঁকির কারণে চীনা মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রে ব্যান করা হবে তখনই মাইক্রোসফট এই পরিকল্পনার কথা জানায়।
মাইক্রোসফট নিশ্চিত করেছে, তারা ইতিমধ্যে এ ব্যাপারে ট্রাম্পের সাথে কথাও বলেছেন।
বিবৃতিতে থেকে জানা গেছে মাইক্রোসফট, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের TikTok পরিচালনা কিনে নিতে ByteDance এর সাথে কথা বলবে। যদি সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে এখানে অন্য বিনিয়োগকারীদেরও "সংখ্যালঘু ভিত্তিতে" আমন্ত্রণ জানানো হতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রশাসন TikTok অ্যাপ নিয়ে বেশ উদ্বিগ্ন, তারা সন্দেহ করছে এই অ্যাপ এর মাধ্যমে চীন তাদের দেশের গোপন তথ্য নিয়ে যেতে পারে।
মাইক্রোসফট বলছে যদি তারা TikTok কিনে নেয় তাহলে যুক্তরাষ্ট্রের সকল ডেটা যুক্তরাষ্ট্রেই থাকবে। তারা ডেটার পূর্ণ সুরক্ষা নিশ্চিত করবে।
তারা আরও জানায় যদি কোন ডেটা ইতিমধ্যে অন্যদেশে গিয়ে থাকে তাহলে সেগুলোও সার্ভার থেকে ডিলিট করে দেবে মাইক্রোসফট।
-
টেকটিউনস টেকবুম - ২৬ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।