ওয়ার্ড-প্রেস এর কাছে ক্ষমা চেয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী টেক কোম্পানি Apple

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Apple তার অ্যাপ স্টোর বিধিমালা সম্পর্কিত একজন ডেভেলপারের সাথে সংঘর্ষে নতি স্বীকার করেছে।

বিশ্বের অন্যতম প্রভাবশালী এই টেক কোম্পানি Apple সম্প্রতি  ক্ষমা চেয়েছে WordPress এর কাছে। জানা গেছে, Apple তাদের ফ্রি WordPress অ্যাপ এর নিয়মিত আপডেট চালু রাখার জন্য, পেমেন্ট অপশন চালু করার জন্য WordPress কে চাপ দিচ্ছিল।

Verge কে দেয়া এক সাক্ষাতকারে Apple জানায়, "আমরা বিশ্বাস করি Wordprees অ্যাপ সংক্রান্ত সমস্যাটির সমাধান হয়েছে, এখন আর আপ্লিকেশনটি ক্রয়ের দরকার হবে না। আমরা সকল বিষয় ডেভেলপারদের জানিয়েছি এবং আমাদের বিভ্রান্তির জন্য ক্ষমা চাচ্ছি"।

ওয়ার্ড-প্রেস এর প্রতিষ্ঠাকালীন ডেভেলপার, Matt Mullenweg কিছু দিন আগে একটি টুইটে জানান, "Apple তাদের WordPress অ্যাপ এর আপডেট ব্লক করে রেখেছে, এবং ডেভেলপারদের চাপ দিচ্ছে যেন তারা আপডেট চালু হবার জন্য পেমেন্ট মেথড যোগ করে"। তিনি আরও জানান Apple এর পরিকল্পনা ছিল পেমেন্ট অপশন চালু করে ইউজারের কাছ থেকে অর্থ সংগ্রহ করা।

বিষয়টির সমাধান হয়ে গেলে সম্প্রতি আরেকটি টুইটে Matt Mullenweg জানান, WordPress কে আর তার আপ্লিকেশনে পেমেন্ট অপশন চালু করতে বাধ্য করা হবে না।

Verge এর Sean Hollister বলেন, যেহেতু এখন WordPress অ্যাপে কোন পেমেন্ট অপশন দেখাচ্ছে না সুতরাং বলা যায় WordPress তাদের প্রিমিয়াম সার্ভিস বাদ দিয়েছে।

Apple এর In-app Payment নীতিমালা ডেভেলপারদের সাথে সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিল। জানা গেছে Apple এর অ্যাপ  গুলোতে পেমেন্ট অপশন চালু করতে ডেভেলপারদের বাধ্য করা হয়, যেখান থেকে ১৫%-৩০% স্বয়ংক্রিয় ভাবে কেটে নেয় Apple

Fortnite গেমের নির্মাতা কোম্পানি Epic Games, যখন তাদের মোবাইল ভার্সনে নিজস্ব পেমেন্ট অপশন চালু করেছিল যাতে Apple কে অর্থের কোন অংশ দিতে না হয়, তখন Apple আর Google তাদের স্টোর থেকে গেমটি সরিয়ে ফেলতে চায়। আর সেই সময় স্টোর গুলো থেকে গেমটির রিমুভ ঠেকাতে Epic Games কে একটি অস্থায়ী নিয়ন্ত্রক আদেশও দায়ের করতে হয়েছিল।

গত বছর, Spotify ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি Anti Trust অভিযোগ দায়ের করে, যেখানে তারা জানায় অ্যাপল তাদের অংশের জন্য কৃত্রিমভাবে প্রডাক্টের দাম বাড়িয়ে তুলছে। ইউরোপীয় ইউনিয়ন Spotify এর অভিযোগে পর জুনে অ্যাপলকে নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্তও শুরু করেছিল।

স্বাভাবিক ভাবে যেহেতু WordPress একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম তার মানে ইউজারদের ওয়েবসাইট তৈরি করতে কোন অর্থ প্রদান করতে হবে না। এমনকি ইন্টারনেটের প্রায় ৩৫% ওয়েবসাইট WordPress দিয়েই তৈরি।

WordPress.com একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা প্রিমিয়াম ডোমেইন নেম বিক্রয় করে এবং ওয়েব হোস্টিং পরিষেবাদি সরবরাহ করে। এই অপশন গুলো ফ্রি অ্যাপে ছিল না। তাই হয়তো নিজেদের ১৫% থেকে ৩০% কমিশন পাওয়ার জন্যই Apple ডেভেলপারদের এই ফ্রি আপেও পেমেন্ট অপশন চালু করতে চাপ দিচ্ছিল।

-
টেকটিউনস টেকবুম - ২৬ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস