নতুন একটি রিপোর্টে উঠে এসেছে ২০২০ সালের ২য় কোয়ার্টারে অন্য যেকোনো কোম্পানি থেকে রিটেইলারদের কাছে বেশি ফোন শিপিং করেছে Huawei।
Canalys এর রিপোর্ট মতে, কোয়ার্টারে ৫৫.৪ মিলিয়ন ডিভাইস শিপিং করেছে Huawei, এটি গত বছরের তুলনায় ৫% কম হলেও Samsung কে বিট করার জন্য যথেষ্ট ছিল। একই কোয়ার্টারে Samsung শিপ করে ৫৩.৭ মিলিয়ন স্মার্ট-ফোন। তবে রিপোর্টে দেখা গেছে Samsung এর শিপিং এর পরিমাণ গত বছরের তুলনায় ৩০% কমে গেছে।
Huawei এর সাফল্যের পেছনে কাজ করেছে চীনে Huawei এর প্রবৃদ্ধি। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মত দেশ গুলোতে করোনা রোগী বেড়ে চলেছে সেখানে চীনে এর প্রকোপ অনেকটাই কম ছিল। আর গুগলের অ্যাপ গুলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পর, Huawei চীনা বাজারের উপরই নির্ভর করছিল।
গুগলের এই নিষেধাজ্ঞা Huawei এর আন্তর্জাতিক বাজারকে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত করে। ২য় কোয়ার্টারে এর ডোমেস্টিক শিপমেন্টও কমে যায় ২৭%। Huawei এর সবচেয়ে বেশি প্রভাব চীনে, যেখানে চীনেই বিক্রি হয় ৭০% ফোন।
করোনা মহামারী বিশ্বব্যাপী স্মার্ট-ফোন মার্কেটকে সামগ্রিক ভাবে ধ্বংস করে দিয়েছে, International Data Corporation পূর্বাভাস দিয়েছিল ২০২০ সালে এই বাজার ১১% হ্রাস পেতে পারে৷ তবে চীনা বাজারের নির্ভরতা Huawei এর বিক্রি অন্য যেকোনো কোম্পানি থেকেই বাড়িয়ে দিয়েছে।
Canalys এর রিপোর্টে বলা হয়েছে চীনে Samsung এর খুবই সীমিত বাজার যা ১% এর কম। তবে সাম্প্রতিক বিভিন্ন সূত্র থেকে পাওয়া কোম্পানি গুলোর আয়ের রিপোর্ট অনুযায়ী, জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পর চীন আইফোনের এর তৃতীয় বৃহত্তম বাজার।
বিশেষজ্ঞরা বলছে Huawei এর এই টপ পজিশন হতে পারে সীমিত সময়ের জন্য। মহামারী পরবর্তী সময়ে হয়তো চীনা বাজারে Huawei এর দীর্ঘমেয়াদি আধিপত্য টিকে থাকবে না।
জানা গেছে Samsung, Apple উভয় বাজারে উচ্চ মূল্যের ডিভাইসের দিকে মনোযোগ দিচ্ছে। গুজব শুনা যাচ্ছে আগামী মাসে Galaxy Note এর নতুন ভার্সন আসতে পারে।
অন্য দিকে Apple সেপ্টেম্বরের দিকে লঞ্চ করতে যাচ্ছে তাদের প্রথম 5G ডিভাইস। এবং গবেষকরা বলছে 5G ফোনের ক্ষেত্র Apple হতে পারে ভবিষ্যৎ মার্কেট লিডার।
-
টেকটিউনস টেকবুম - ২৫ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।