EU এর অ্যান্টি ট্রাষ্ট নিয়ন্ত্রকরা, গুগল এবং Fitbit এর ২.১ বিলিয়ন ডলারের চুক্তিটি বৃহৎ ভাবে তদন্ত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
দীর্ঘ চার মাসের এই তদন্তটি প্রাথমিক ভাবে পর্যালোচনা করা হয় গত ৪ আগস্ট।
এখানে উল্লেখ্য, অন্যতম ফিটনেস ট্র্যাকার ডিভাইস নির্মাতা কোম্পানি Fitbit, গুগলের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হতে চায়। কিন্তু ইউজাররা দাবী করছে, যেহেতু ট্র্যাকার গুলোতে ব্যক্তিগত তথ্য থাকে সেক্ষেত্রে গুগল এগুলো ব্যবহার করে এড টার্গেটিং করতে পারে। যদিও গুগল কয়েকবার জানিয়েছে তারা ইউজারের ডেটা ব্যবহার করবে না।
নিয়ন্ত্রকরাও এমন আশংকা করছে যে গুগল গোপনে ইউজারের ডেটা ব্যবহার করবে, তাই তারা দীর্ঘ একটি তদন্তের ঘোষণা দেন।
২০১৯ সালে গুগল এই ধরনের চুক্তির ঘোষণা দিলে এখনো সেটা তদন্তের মধ্যে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছে, Fitbit ছোট ফার্ম হলেও এখানে ২৮ মিলিয়নের বেশি একটিভ ইউজার আছে। ডিভাইস গুলো ইউজারের হার্ট রেট, ঘুমানোর প্যাটার্ন, ফিটনেস লেভেল ইত্যাদি কালেক্ট করে। যদি চুক্তিটি হয় তাহলে ইউজারের এই সকল তথ্য চলে যেতে পারে গুগলের কাছে, যাদের এখনো ইউজারের স্বাস্থ্য বিষয়ক এত গভীর ডেটা নেই।
অস্ট্রেলিয়ার Australian Competition and Consumer Commission জুনে সতর্ক করেছিল এই অধিগ্রহণটি কোম্পানি গুলোর প্রতিযোগিতার ক্ষতি করতে পারে। যুক্তরাজ্যে, Labour Party এই চুক্তিটি তদন্তের জন্য Competition and Markets Authority এর কাছে একটি চিঠিও দিয়েছে।
-
টেকটিউনস টেকবুম - ২৫ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।