Substack নামে একটি স্টার্ট-আপ এমন এক বিজনেস মডেল তৈরি করেছে যেখানে পাঠকরা নির্দিষ্ট Newsletter এ সাবস্ক্রাইব করে পছন্দের লেখকদের লেখা পড়তে পারছে এবং সরাসরি তাদের পে করছে। এই মহামারীতে যেসব পাবলিশাররা চাকরী হারাচ্ছে তাদের জন্য অন্যতম একটি ক্ষেত্র হয়ে উঠেছে Substack। Substack জানায় মহামারীতে তাদের ইউজার বেড়েছে দুই গুন এবং আয় বেড়েছে ৬০%।
Azeem Azhar, নামে একজন উদ্যোক্তা Exponential View নামে একটি Newsletter Sharing প্ল্যাটফর্ম তৈরি করে। প্রথম দিকে সে Exponential View এর মাধ্যমে ২০ জন এর মত ইউজারদের নিউজ ল্যাটার পাঠাতো। কিন্তু এক সময় সে এটিতে আর উৎসাহ পায় নি।
২০১৭ সালে, Chris Best, Hamish McKenzie, এবং Jairaj Sethi মিলে Substack চালু করে।
Azeem Azhar, Substack প্রতিষ্ঠাতাদের সাথে কথা বলে এবং তার লেখা মনিটাইজ করার সিদ্ধান্ত নেয় যেখানে ৩০, ০০০ এর বেশি মানুষ তার Newsletter পড়ত।
বর্তমানে Azhar, Substack এর টপ ২০ জন পেইড পাবলিশারদের মধ্যে একজন। তার এখন ৫৩, ০০০ বেশি সাবক্রাইবার আছে, যেখানে কয়েক হাজার সাবস্ক্রাইবার প্রতি বছর প্রিমিয়াম কন্টেন্ট এর জন্য ১২০ ডলার পে করে।
Substack কে মিনিমাম সাবস্ক্রিপশন প্রতি মাসে ৫ ডলার, এর মধ্যে কোম্পানি কেটে রাখে ১০%। যদি কোন লেখক ফ্রি নিউজ দিতে চায় এবং পাঠক বাড়াতে চায় তাদের কোন পে করতে হয় না।
Azeem Azhar বলেন, গিগ ওয়ার্কাদের নতুন একটি কর্মক্ষেত্রে পরিণত হয়েছে Substack, যেখানে নতুন লেখকরা ব্যবসায়ী উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করতে পারবে।
Azeem Azhar, তার সাবস্ক্রিপশন এবং বিলিং জাতীয় বিষয় খুব সহজেই Substack এর সাথে ম্যানেজ করতে পারে। সে জানিয়েছে এটি MailChimp থেকে বেশ সাশ্রয়ী এবং ব্যবহারও সহজ।
Substack এর ইতিমধ্যে পেইড সাবস্ক্রাইবার আছে প্রায় ১ লক্ষ্য এবং এই মহামারীতে এটি আরও বৃদ্ধি পেয়েছে।
প্ল্যাটফর্মটির ব্যবহার এবং আয় মহামারীর প্রথম তিন মাসে প্রায় দ্বিগুণ হয়েছে।
এই মহামারীতে প্রসিদ্ধ এবং নতুন উভয় সংস্থা গুলোর সংগ্রাম বাড়িয়ে তুলেছিল। Vice, Quartz, এবং BuzzFeed এর মত কোম্পানি ২০২০ সালের প্রথম হাফে বিশাল কর্মী প্রতিষ্ঠান থেকে বাদ দিয়েছে। Condé Nast এবং New York Times এর মত বড় মাপের প্রতিষ্ঠান থেকে পাবলিশার বাদ দেওয়ার ঘটনাও শুনা গেছে।
মিডিয়া এজেন্সি Zenith সম্প্রতি পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাপী বিজ্ঞাপণ আয় ৯% হ্রাস পাবে যেখানে মুদ্রণ পত্রিকার বিজ্ঞাপণ ব্যয় হ্রাস পাবে ২১% এর মত।
চারদিকে যখন এই অনিশ্চয়তা তখন পাবলিশাররা নতুন ব্যবসায়িক মডেল খুঁজতে শুরু করেছে। জানা গেছে BuzzFeed এর টেকনোলজি রিপোর্টার Alex Kantrowitz জুনে প্রতিষ্ঠান ছেড়ে Substack এ যোগ দিয়েছে। Washington Post এর রিপোর্ট মতে প্রচুর ক্রীড়া সাংবাদিকরা Substack এর প্রস্তাবে টেকসই আয় করা শুরু করেছে।
করোনা মহামারীতে বিভিন্ন প্রতিষ্ঠানে যে কর্মী ছাটাই চলছে এই সমস্যার সমাধানে Substack নতুন এক বিজনেস মডেল শুরু করেছে।
Substack স্টার্ট-আপে বিনিয়োগ করেছে হাই প্রোফাইল সব বিনিয়োগ কারীরা, তারা ২০১৯ সালে একটি সিরিজ ফান্ডিং এ সংগ্রহ করে নিয়েছিল ১৫.৩ মিলিয়ন ডলার। বিনিয়োগটিতে ছিল সিলিকন ভ্যালির অন্যতম ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম Andreessen Horowitz, এবং Y Combinator সহ বেশ কিছু টেক ইনভেস্টর।
Substack এর প্রতিষ্ঠাতারা এই বিষয়টি পরিষ্কার করেছে যে তারা বিজ্ঞাপণ ভিত্তিক বিজনেস মডেলকে এড়িয়ে যেতে চায় এবং তারা পেইড সাবস্ক্রিপশন এর মাধ্যমেই আয় করবে।
-
টেকটিউনস টেকবুম - ২৫ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।