Apple জানিয়েছে করোনা মহামারীতে সাপ্লাই চেইনের সমস্যার জন্য তাদের বহুল প্রত্যাশিত 5G iPhone কয়েক সপ্তাহ দেরিতে বাজারে আসতে পারে।
কোম্পানি এই মহামারীতে তাদের ৪র্থ কোয়ার্টারের জন্য রাজস্ব নির্দেশিকাও সরবারহ করে নি। তবে ৩য় কোয়ার্টারের আর্থিক রিপোর্ট প্রকাশের পর তারা পরবর্তী আইফোন রিলিজ সম্পর্কে কিছুটা ধরনা দেয়।
আইফোনের আলোচনায় Apple জানায়, যদিও গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে তাদের নতুন আইফোন রিলিজ দিয়েছিল তবে এবার মহামারীর জন্য সেটা কয়েক সপ্তাহ পিছিয়ে যেতে পারে।
Apple এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, Luca Maestri বলেন, এই বছরের নতুন পণ্যের সরবারহ গত বছর থেকে কয়েক সপ্তাহ পরে হবে।
তবে কয়েকটি তথ্য মতে, নতুন আইফোনের এই বিলম্বের বিষয়টি আগেই ধরনা করেছিল বিশেষজ্ঞরা। এর আগে এপ্রিলের দিকে Bloomberg এর Mark Gurman জানিয়েছিল আইফোনের নতুন ভার্সন গুলো গতানুগতিক সময়ের চেয়ে কয়েক সপ্তাহ পরে আসতে পারে। J.P. Morgan এর এক বিশ্লেষক আগেই দাবী করেছিল নতুন আইফোন, এক বা ২ মাস দেরিতে আসবে।
তবে আইফোন রিলিজের ক্ষেত্রে এই ধরনে বিলম্ব নতুন ছিল না, এর আগে ২০১৮ সালে iPhone XR রিলিজ দেয়া হয় অক্টোবরে, যেখানে ২০১৭ সালের সেপ্টেম্বরেই রিলিজ হয়েছিল iPhone X।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আইফোনের পরবর্তী ভার্সনে প্রথম বারের মত 5G দেয়া হবে, স্ক্রিন সাইজে পরিবর্তন সহ সম্পূর্ণ নতুন ডিজাইনে আসবে ফোনটি, এবং সম্প্রতি রিলিজ হওয়া iPad Pro এর মত এর Augmented Reality এর জন্য দেয়া হবে LiDAR Sensor। Apple এর এই নতুন আইফোনটির নাম হতে পারে iPhone 12।
সম্প্রতি প্রকাশ পাওয়া আইফোনের ৩য় কোয়ার্টারের আর্থিক রিপোর্ট অনুযায়ী, আইফোনের বিক্রয় কিছু দিন স্থগিত থাকার পরে মে এবং জুন মাসে বিক্রয়ের পরিমাণ ২% এর মত বৃদ্ধি পায়। Apple জানায় তাদের বিক্রয় বৃদ্ধি অন্যতম কারণ ছিল, এপ্রিলে ৪০০ ডলারের রিলিজ iPhone SE দেওয়া এবং গত বছরে Iphone 11 এর জনপ্রিয়তা।
-
টেকটিউনস টেকবুম - ২৪ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।