নতুন আর্থিক রিপোর্ট অনুযায়ী Alphabet এর আয় কমেছে গুগল সার্চ থেকে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

গুগলের দ্বিতীয় কোয়ার্টারের আর্থিক রেজাল্ট কিছুটা Wall Street এর প্রত্যাশাকে ছাড়িয়ে গেলেও, কোম্পানিটি পাবলিকে যাবার পরে তাদের প্রথম আয় হ্রাস পাওয়া, থেকে রক্ষা পেতে এটি যথেষ্ট ছিল না।

গুগলের প্রধান কোম্পানি Alphabet, তাদের আয় জানিয়েছে ৩১.৬ বিলিয়ন ডলার যা শেয়ার প্রতি ছিল ১০.১৩ ডলার। এই করোনা মহামারীতে Wall Street এর চেয়ে কমই প্রত্যাশা করেছিল। তবে গত বছরের তুলনায় Alphabet এর আয় হ্রাস পেয়েছে, গত বছর একই প্রান্তিকে তাদের আয় ছিল ৩১.৭ বিলিয়ন ডলার। নতুন রিপোর্টে Alphabet এর নিট ইনকাম ছিল ৬.৯৬ বিলিয়ন ডলার।

এই প্রথম গুগলের আয় আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। তবে জানা গেছে সংস্থাটির ২০১৯ সালের শেষ বড় অর্থনৈতিক মন্দা থেকে গুগলের রাজস্ব হ্রাস পেয়ে আসছিল। তখন থেকে এখন পর্যন্ত কোম্পানিটির বিভিন্ন ব্যবসায়ের বিজ্ঞাপণ বাজেট সংকুচিত হতে থাকে।

আয় হ্রাস পাবার অন্যতম কারণ ছিল গুগল সার্চ এবং বিজ্ঞাপণে উপার্জন কমে যাওয়া, যা গত বছরের তুলনায় ৯.৮% হ্রাস পায়। তবে ইউটিউব বিজ্ঞাপণে আয় ঠিক ছিল, যা ৩.৮১ বিলিয়ন ডলার দিয়ে Wall Street প্রত্যাশাকে ছাড়িয়ে যায়।

উল্লেখযোগ্য এই হ্রাসের পরেও প্রতিষ্ঠানটির স্টক এখনো স্থিতিশীল আছে, যা ১% এর কিছু কম বৃদ্ধিও পেয়েছে বলে জানা যায়।

Alphabet এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, Ruth Porat জানিয়েছেন, কোয়ার্টারের শেষ দিকে বিজ্ঞাপণে আয় কিছুটা বৃদ্ধির দিকে ছিল তবে কোম্পানি এখনো পুরোপুরি বিপদ মুক্ত নয়।

প্রকাশিত রিপোর্টে গুগলের ক্লাউড সার্ভিসে অগ্রগতি লক্ষণীয়। অন্যান্য সার্ভিসের পাশাপাশি তারা G Suite এর মাধ্যমে আয় করেছে ৩.০১ বিলিয়ন ডলার, যেখানে গত বছর এর আয় ছিল ২.৭ বিলিয়ন ডলার এবং এই খাতে আয় বৃদ্ধি পেয়েছে ৪৩.১৯%।

কিছুদিন আগে শুনা গিয়েছিল Alphabet তাদের নিয়োগ কমিয়ে দিয়েছে কিন্তু কিছু নির্বাহী জানায় তারা ক্লাউড এরিয়াতে নিয়োগ অব্যাহত রেখেছে।

এই কোয়ার্টারে গুগলের অন্যান্য খাত যেমন, Google Play Purchase থেকে আয় হয়েছে ৫.১২ বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় ২৫.৬ % বেড়েছে।

একই সাথে এর সেলফ ড্রাইভিং কোম্পানি, Waymo এবং Health Tech ইউনিট Verily থেকে আয় হয়েছে ১৪৮ মিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ৮% হ্রাস পেয়েছে এবং অপারেটিং ক্ষতির পরিমাণ বেড়েছে ১.১ বিলিয়ন ডলার।

এটাও ঘোষণা করা হয় যে Alphabet বোর্ড, Class C স্টকটির অতিরিক্ত ২৮ বিলিয়ন ডলার পর্যন্ত পুনরায় কেনার জন্য সংস্থাকে অনুমোদিত করেছে।

যদিও আর্থিক রিপোর্টটি ভয় পাওয়ার চেয়ে কিছুটা ভাল তবুও বলা যায় গুগলের জন্য সময়টি বেশ কঠিন। আর কিছু দিন আগেও Anti Trust শুনানিতে বেশ কয়েকটি বিষয়ের উপর কড়া প্রশ্নের উত্তর দিতে হয়েছিল Alphabet এর CEO, Sundar Pichai কে।

-
টেকটিউনস টেকবুম - ২৪ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টিপস এন্ড ট্রিকস নিয়ে আর কবে লিখবেন।

    ভাইয়া সাথেই থাকুন, খুব তারাতারি তিনটি দারুণ টিপস এন্ড ট্রিকস টিউন আসতে যাচ্ছে।

      আর আপনি নিউজ আপডেট গুলো কোন কোন ওয়েবসাইট থেকে পান। বা আপনার মতো কিভাবে নতুন নতুন টেকনোলজি আপডেট গুলো সহজে পেতে পারি এটা নিয়ে একটা টিউন করলে ভালো হতো।

        আমার নিউজ গুলো ভাল করে পড়লে দেখবেন মাঝে মাঝে আমি বিভিন্ন রেফারেন্স দেই, সেই নিউজ পোর্টাল গুলো নিয়মিত ভিজিট করতে পারেন। নিয়মিত টেকনোলজি বা বিজনেস রিলেটেড নিউজ পেতে Washington Times, The Wall Street Journal, The New York Times, China Daily, The Guardian পড়তে পারেন, আমি নিজেও প্রতিদিন এগুলো পড়ি। তাছাড়া google অ্যাপে তো নিয়মিত আপডেট পাচ্ছেনই। আর গুরুত্বপুর্ণ এবং সেরা নিউজ গুলো জানতে টেকটিউন্সের টেকবুম তো আছেই।