Apple, তার অর্থবছরের ৩য় প্রান্তিকে ৫৯.৭ বিলিয়ন ডলার আয় করেছে। যেখানে আইফোন সহ Apple সমস্ত পণ্য বিভাগে আয় বৃদ্ধি পেয়েছে।
রিপোর্ট প্রকাশের পর কোম্পানিটির স্টক বেড়ে যায় ৬% এবং প্রথম বারের মত এর স্টকের দাম হয় ৪০০ ডলার। কোম্পানিটি জানিয়েছে তাদের স্টক আরও বিনিয়োগকারীদের মধ্যে অ্যাক্সেসযোগ্য করতে আগামী মাসে স্টক, 4-for-1 ভিত্তিতে বিভক্ত করার পরিকল্পনা করছে।
৩য় কোয়ার্টারে Apple, এর আয় ছিল ৫৯.৭ বিলিয়ন ডলার যেখানে বিশ্লেষকরা প্রত্যাশা করেছিল ৫২.৩ বিলিয়ন ডলার। গত বছর একই প্রান্তিকে এই আয়ের পরিমাণ ছিল ৫৩.৮ বিলিয়ন ডলার।
৩য় প্রান্তিকে শেয়ার প্রতি উপার্জন ছিল ২.৫৮ ডলার যেখানে প্রত্যাশা করা হয়েছিল ২.০৭ ডলার। গত বছর এর পরিমাণ ছিল ২.১৮।
আইফোন থেকে আয় হয় ২৬.৪ বিলিয়ন ডলার, গত বছর ছিল ২৫.৯ বিলিয়ন ডলার।
ইন্টারনেট সার্ভিস থেকে আয় ছিল ১৩.১ বিলিয়ন ডলার, গত বছর ছিল ১১.৫ বিলিয়ন ডলার।
৩য় প্রান্তিকে পরিধেয় বিজনেস থেকে Apple এর আয় ছিল ৬.৪ বিলিয়ন ডলার যেখানে গত বছর ছিল ৫.৫ বিলিয়ন ডলার।
Apple, জানায় পণ্য এবং পরিষেবায় মোট রাজস্ব বৃদ্ধি পেয়েছে ১১% এবং সকল জিওগ্রাফিক সেগমেন্টেও এই বৃদ্ধি লক্ষণীয়।
তবে Apple তাদের ৪র্থ প্রান্তিকের জন্য কোন রাজস্ব নির্দেশিকা জারি করে নি।
অপ্রত্যাশিত উপার্জনের পরেও এই মহামারীতে Apple এর ব্যবসায় অনিশ্চয়তা বিদ্যমান। ২য় প্রান্তিকে তাদের গাইডেন্স এর বিপক্ষে আয় বেড়েছিল মাত্র ১% এবং মহামারীর কারণে তারা ৩য় প্রান্তিকেরও নির্দেশনা জাড়ি করে নি।
কিছু দিন আইফোন বিক্রয় স্থগিত থাকার পর, মে এবং জুন মাসে বিক্রয়ের পরিমাণ ২% এর মত বৃদ্ধি পায়। Apple জানিয়েছে তাদের আইফোনের বিক্রয় বৃদ্ধি অন্যতম কারণ ছিল এপ্রিলে তাদের ৪০০ ডলারের iPhone SE রিলিজ পাওয়া।
বিশ্লেষকরা যখন Apple এর 5G আইফোন লঞ্চের ব্যাপারে তথ্য জানতে চাচ্ছিল তখন, Apple জানায় তারা কিছু সপ্তাহ পর এটি রিলিজ দেবে যেখানে গত বছর সেপ্টেম্বরের দিকে রিলিজ দিয়েছিল তাদের আরেকটি আইফোন। স্বাভাবিক ভাবে Apple কখনো তাদের অপ্রকাশিত প্রোডাক্ট নিয়ে কথা বলে না, তবে এবার গাইডেন্স না দেবার কারণে আসছে কোয়ার্টারের সম্পর্কে ধরনা দিতেই এই তথ্য গুলো দেয়।
Tim Cook তার একটি বিবৃতিতে বলেন, এই অনিশ্চিত সময়ে আমাদের পারফরম্যান্সটি প্রমাণ করে, আমাদের পণ্য গ্রাহকদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং অ্যাপল কিভাবে নিরলস উদ্ভাবন করে যাচ্ছে।
Apple এর 4-for-1 শেয়ার বিভক্তিকরণ ম্যাকানিক্স অনুযায়ী শেয়ারহোল্ডারা প্রতি শেয়ারের জন্য আলাদা তিনটি অতিরিক্ত শেয়ার পাবে।
-
টেকটিউনস টেকবুম - ২৪ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 462 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।