সম্প্রতি প্রকাশিত ফেসবুকের আয়, Wall Street এর প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে এবং আয়ের রিপোর্ট প্রকাশের পর প্রতিষ্ঠানের স্টক বেড়ে গেছে ৮%।
কিছু দিন আগে ফেসবুক সিলিকন ভ্যালির সদর দপ্তরে তাদের ২য় কোয়ার্টারের আয়ের রিপোর্ট প্রকাশ করে। জানা গেছে তারা Wall Street এর প্রত্যাশাকে ছাড়িয়ে আয় করেছে ১৮.৬৯ বিলিয়ন ডলার এবং দৈনিক একটিভ ইউজারের সংখ্যা বেড়েছে ১.৭৯ বিলিয়ন ডলার।
এই রিপোর্টে উঠে এসেছে অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোতে অর্থনৈতিক মন্দা ছড়িয়ে পড়ার পরেও ফেসবুক কিভাবে প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে এবং ইউজার আগের চেয়ে বাড়িয়ে নিয়েছে।
বিভিন্ন বিতর্ক, বিজ্ঞাপনদাতাদের বয়কটের পরেও ফেসবুক আশা করছে ৩য় প্রান্তিকেও তাদের আয় ১০% বৃদ্ধি পাবে।
উপার্জন: গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১১% এবং এর পরিমাণ ১৮.৬৯ বিলিয়ন ডলার, যেখানে Wall Street এর প্রত্যাশা ছিল ১৭.৩২ বিলিয়ন ডলার। প্রতি শেয়ার ১.৭০ প্রত্যাশা ছিল ১.৩৯।
দৈনিক একটিভ ইউজার বেড়েছে ১২%, পরিমাণে ১.৭৯ বিলিয়ন, Wall Street প্রত্যাশা করেছিল ১.৭৪ বিলিয়ন।
মাসিক একটিভ ইউজার ২.৭ বিলিয়ন, প্রত্যাশিত ছিল ২.৬৩ বিলিয়ন।
ফেসবুক বেশ কিছু দিন ধরে রাজনৈতিক ভাবে বেশ চাপে আছে, ট্রাম্প সহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিদের Post পরিচালনা নিয়ে কয়েকবার বিতর্কিত হয়েছে, এবং কিছু দিন আগে একটি Anti Trust শুনানিতে সাক্ষ্যও দিতে হয়েছে জাকারবার্গকে। কিছু বিজ্ঞাপণ দাতা কোম্পানিও বয়কট করেছিল ফেসবুককে।
এই বয়কট হয়েছিল ২য় প্রান্তিকের শেষের দিকে তাই ৩য় প্রান্তিকে ফেসবুক আশা করছে তাদের বিজ্ঞাপণ আয় ১০% পর্যন্ত বাড়তে পারে।
নতুন রিপোর্টের মাধ্যমে বুঝা যায় এটি হতে পারে অন্য সময় গুলোর আয় থেকে কিছুটা কম, তবে বিজ্ঞাপণ বয়কট খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে না কোম্পানিটিকে।
ফেসবুকের বর্তমানে মাসিক ৩ বিলিয়নের বেশি একটিভ ইউজার রয়েছে এবং ২য় কোয়ার্টারে যার পরিমাণ ছিল ৩.১৪ বিলিয়ন ডলার।
-
টেকটিউনস টেকবুম - ২৪ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।