Asus লঞ্চ করেছে ক্ষুদ্রাকৃতির PN50 পিসি যা প্রতিযোগিতা করবে Intel এর NUC এর সাথে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি Asus লঞ্চ করেছে ক্ষুদ্রাকৃতির একটি পিসি, এটি এতটাই ছোট যা হাতের তালুতে ফিট হয়ে যায়। আকারে ক্ষুদ্র হলেও এটি বিভিন্ন lightweight গেমিং এ যথেষ্ট পাওয়ারফুল।

নতুন এই  Mini PC PN50 পিসিটি AMD এর Ryzen 4000  মোবাইল প্রসেসর দিয়ে তৈরি করা হয়েছে। যা এটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। Ryzen 4000 তৈরি করা হয়েছে AMD এর ল্যাটেস্ট জেনারেশন Zen 2 আর্কিটেকচার দিয়ে, সাথে আছে Vega বেসড Onboard Graphics। Ryzen 3000 Desktop CPUs তে একই আর্কিটেকচার ব্যবহার করা হয়েছিল।

Ryzen 4000 চিপ গুলোকে বলা হচ্ছে APUs (accelerated processing units) যে টার্মটি এর আগে AMD কোথাও ব্যবহার করে নি।

Asus তাদের এই মিনি পিসি চারটি ভিন্ন প্রসেসরে নিয়ে এসেছে যেমন, Ryzen 5 4300U (4C/4T), Ryzen 5 4500U (6C/6T), Ryzen 7 4700U (8C/8T), and Ryzen 7 4800U (8C/16T)। সর্বোচ্চ কনফিগারেশনটি সর্বাধিক আকর্ষণীয় কারণ 8-core/16-thread 4800U প্যাকটিতে যেকোনো কাজ মোকাবেলা করার জন্য দারুণ ফায়ার পাওয়ার দেয়া হয়েছে।

এটির মোবাইল গ্রাফিক্স স্পেসের সাথে যুক্ত করা হয়েছে ল্যাটেস্ট Vega গ্রাফিক্স এবং 8 Compute Unit। পিসিটিতে সর্বোচ্চ সেটিং দিয়ে riple-A খেলা না গেলেও খুব ভাল ভাবেই Counter-Strike: Go এবং League of Legends এর মত গেম গুলো খেলা যাবে।

পিসিটি 64 GB পর্যন্ত DDR4-3200 RAM সাপোর্ট করে যাতে দুটি SO-DIMM Slot দেয়া আছে, যা দুটি স্টোরেজ ড্রাইভ, M.2 এবং 2.5-inch SATA দ্বারা সমন্বিত করতে পারে।

পিসিটিতে আছে যথেষ্ট পরিমাণে কানেক্টিভিটি অপশন। ওয়্যারলেস কানেকশন হিসেবে এতে দেয়া হয়েছে Intel এর Wifi 6 চিপ, অন্যদিকে এর সামনের দিকে যুক্ত করা হয়েছে একটি USB 3.2 Gen2 Type-C port, একটি USB 3.2 Gen1 Type-A port, একটি  Audio jack, এবং 3-in-1 Card Reader। পেছনের দিকেও আছে একটি, USB 3.2 Gen2 Type-C port দুটি USB 3.2 Gen1 Type-A port, একটি GbE LAN port এবং একটি HDMI 2.0 Output।

Asus এর মিনি পিসিটি ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে, দাম নির্ধারণ করা হয়েছে ২৭৪.৯৮ ₤ থেকে ৪৯৯.৯৮ ₤ পর্যন্ত। জনা গেছে মডেলের উপর ভিত্তি করে পিসি গুলো ৭ সেপ্টেম্বর অথবা ২১ সেপ্টেম্বরে রিলিজ হতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ২৩ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস