গত ৩০ জুলাই লঞ্চ হওয়া, মঙ্গল গ্রহে পাঠানোর নাসার নতুন রোভারটিতে ক্ষুদ্রাকার একটি হেলিকপ্টার যুক্ত করে দেওয়া হয়েছে।
নাসার পঞ্চম রোভার হিসেবে এই রোভারটির নাম Perseverance। যার ভেতরে Ingenuity নামের ক্ষুদ্র একটি হেলিকপ্টার দেয়া হয়েছে। এই ধরনের মহাকাশ যানের ক্ষেত্রে Ingenuity প্রথম। জানা গেছে ২ মাস পর রোভারটি মঙ্গল গ্রহে অবতরণের পর এই ক্ষুদ্র ড্রোনটি কাজ শুরু করে দেবে।
যদি Ingenuity সফল হয় তাহলে এটিই হবে প্রথম কোন নিয়ন্ত্রিত ডিভাইস যা ভিন্ন গ্রহে পরিচালনা করা যায়।
Ingenuity একটি প্রযুক্তিগত প্রদর্শন তবে এটি অন্যান্য গ্রহ অন্বেষণে নতুন পদ্ধতির সূচনা করতে পারে।
নাসার প্রশাসক Jim Bridenstine বলেন, ভবিষ্যতে অন্য পৃথিবী গুলোতে কিভাবে গ্রহ বিজ্ঞান চর্চা করব তা এর মাধ্যমে নির্ধারিত হতে পারে। এর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারব আমাদের রোবট গুলো কোথায় পাঠানো দরকার।
মঙ্গল গ্রহের বায়ু মণ্ডলে Ingenuity এর মত চার পাউন্ড এর মেশিন উড়ানোও বেশ কষ্ট সাধ্য।
নাসার MiMi Aung, বলেছিলেন, প্রথম চ্যালেঞ্জ হল এমন একটি যান তৈরি করা যা উড়ানোর জন্য যথেষ্ট হালকা হতে হবে।
এই হেলিকপ্টারটি পর্যাপ্ত বাতাস ধরতে চারটি কার্বন ফাইবার ব্লেডকে প্রতি মিনিটে প্রায় ২৪০০ বার ঘুরায়। যা পৃথিবীর বিভিন্ন যাত্রীবাহী হেলিকপ্টারের চেয়ে প্রায় ৮ গুন দ্রুত। হেলিকপ্টারটির পাখা গুলো ঘুরানোর শক্তি দিতে এতে যুক্ত করা হয়েছে সোলার প্যানেল।
MiMi Aung, বলেন উড়ার জন্য দ্রুত পাখা গুলো ঘুরাতে যথেষ্ট পাওয়ার সাপ্লাইয়ের পরেও, এটি তার ভারসাম্য রক্ষা করতে পেরেছিল।
যেহেতু মঙ্গল গ্রহে পৃথিবী থেকে যোগাযোগ করতে কয়েক মিনিট সময় লাগে এবং রিয়েল টাইমে তা পর্যবেক্ষণ করা যায় না, তাই নাসা ২০২১ সালে পাঁচটি মহাকাশ যানে এ ধরনের হেলিকপ্টার বহনের নকশা এবং প্রোগ্রামিং করে ফেলেছে।
প্রথম ফ্লাইটটিতে টেস্ট করে দেখা হবে যে হেলিকপ্টারটি তিন মিটার পর্যন্ত উপরে উঠতে পারে কিনা। সর্বশেষ টেস্টটি করা হবে এটি দেখার জন্য যে হেলিকপ্টারটি মঙ্গল গ্রহের পৃষ্ট থেকে ৫০ মিটার পর্যন্ত উঠতে পারবে কিনা।
মঙ্গল গ্রহের দৃশ্য ধারণ করার জন্য ড্রোনটির নিচের দিকে দুটি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে একটি রঙিন এবং অন্যটি সাদা কালো দৃশ্য ধারণ করবে।
রোভার এবং হেলিকপ্টার তাদের নিজস্ব ক্যামেরা দিয়ে উভয়কে রেকর্ড করবে।
নাসা ইতিমধ্যে মঙ্গল গ্রহের বাইরেও অন্য কোন গ্রহতে এই ধরেনের হেলিকপ্টার প্রেরণের পরিকল্পনা করছে। তারা ২০২৬, সালে টাইটানে এলিয়েন জীবন সন্ধানের জন্য ইতিমধ্যে পারমাণবিক রোটোক্র্যাফট প্রেরণের পরিকল্পনা করছে।
-
টেকটিউনস টেকবুম - ২১ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।