টুইটারের বিট-কয়েন কেলেঙ্কারি পর, সম্প্রতি European Bank for Reconstruction and Development (EBRD) এর Twitter একাউন্ট থেকে আপত্তিকর ভাষায় কয়েকটি টুইট করা হয়।
কিছুদিন আগে EBRD এর Twitter একাউন্ট থেকে ধূমপান এবং N-word নিয়ে একটি টুইট করা হয়। পরবর্তীতে অবশ্য কর্তৃপক্ষ জানায় তাদের একাউন্টটি হাইজ্যাক হয়েছিল।
EBRD এর কর্মী, Marcus Warren দাবী করে তার একাউন্টও একই ব্যক্তি দ্বারা হ্যাক হয়েছে, কারণ তার একাউন্ট থেকেও আপত্তিকর ভাষায় টুইট করা হচ্ছে।
তবে এটির সাথে টুইটারের বিট-কয়েন কেলেঙ্কারির কোন সম্পর্ক আছে কিনা বা এটি সেই হ্যাকারদের কাজ কিনা তা এখনো নিশ্চিত নয়।
এখানে উল্লেখ্য, কিছু দিন আগে হ্যাকাররা হ্যাক করে ভেরিফাইড কিছু Twitter একাউন্ট। এখানে ছিল Barack Obama, Joe Biden, Elon Musk, Bill Gates, এবং Kim Kardashian সহ আর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং Apple, Uber এর মত কিছু কোম্পানির Twitter একাউন্ট।
হ্যাকটিতে এখনো তদন্ত করা হচ্ছে।
তবে ধরনা হচ্ছে Marcus Warren এর একাউন্ট হাইজ্যাকের পেছনে @Switched নামের একটি Instagram একাউন্ট দায়ী থাকতে পারে। যে এর আগেও অস্ট্রেলিয়া বসে, Sydney Morning Herald এর সম্পাদক Darren Goodsir এবং Jonathan Green এর ভেরিফাইড টুইটার একাউন্ট হাইজ্যাক করেছিল বলে ধরনা করা হয়।
তবে আপত্তিকর ভাষায় করা কয়েকটি টুইট কয়েক ঘণ্টা পর আর দেখা যায় নি।
এই ঘটনায় টুইটারের এক মুখপাত্র জানান, "আমরা এই ঘটনায় সচেতন আছি এবং একাউন্টটির সুরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছি। একই সাথে প্ল্যাটফর্ম এবং স্প্যাম পলিসি প্রয়োগের ব্যবস্থা করছি"।
-
টেকটিউনস টেকবুম - ২১ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।