সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লাফায়েটে অ্যামাজন ডেলিভারি ভ্যানের সাথে দুর্ঘটনায় মারা গেছে ১০ বছরের এক শিশু।
চড়াই পথে যাত্রা করার সময় ছেলেটি ডেলিভারি ভ্যানটির পেছনে ধাক্কা খায়। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর Amazon এর মুখপাত্র, Lisa Levandowski নিহতের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং দ্রুত এ বিষয়টি তদন্তের আশ্বাস দেন।
জানা গেছে ভ্যানের চালক Amazon এর কোল ফুল টাইম কর্মী ছিল না সে একজন কনট্রাকটর ছিল এবং তাকে ইতিমধ্যে ছেড়ে করে দেয়া হয়েছে বলেও জানা যায়।
এর আগে কয়েকবার Amazon পণ্য তৈরি থেকে শুরু করে শিপিং এবং খুচরা কার্যক্রমে কয়েক বার তদন্তের মুখোমুখি হয়েছিল। তারা সব সময় বাইরের কন্ট্রাক্টর দিয়ে শিপিং করতো এজন্য কয়েকবার নিজেরা দায়বদ্ধ হয়েছে।
New York Times এবং ProPublica এর রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে ১০ টি এমন মৃত্যুর ঘটনা ঘটেছে যেখানে Amazon এর কন্ট্রাক্ট ডেলিভারি ড্রাইভার দায়ী ছিল।
-
টেকটিউনস টেকবুম - ২১ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।