প্রথম বারের মত প্রতিষ্ঠানের Diversity রিপোর্ট প্রকাশ করেছে Snap

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

প্রথম বারের মত Snap তাদের Diversity রিপোর্ট প্রকাশ করেছে। অন্য কোম্পানি গুলো প্রকাশ্যে এই ধরনের রিপোর্ট প্রকাশ করলেও গত নয় বছরে কোন Diversity রিপোর্ট প্রকাশ করে নি কোম্পানিটি। জানা গেছে সমসাময়িক চাপের মুখে পড়ে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেয় Snap

Snap জানিয়েছে তারা এখন থেকে প্রতিবছরই এটি প্রকাশ করবে।

রিপোর্ট অনুযায়ী, Snap এর কর্মী বাহিনীর ১০.৯% কৃষ্ণাঙ্গ বা ল্যাটিনেক্স এবং ৩২.৯% নারী। কোম্পানিটির ২.৬% কৃষ্ণাঙ্গ এবং ২.৬% ল্যাটিনেক্স আছেন নেতৃত্ব পদে।

কিছু দিন আগে Mashable  এর একটি রিপোর্টে বলা হয়, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোম্পানিটিতে নেতৃত্ব সহ বিভিন্ন জায়গায় বৈষম্য করা হচ্ছে। আর এই রিপোর্টের প্রেক্ষিতেই একটি অভ্যন্তরীণ মিটিং এ Snap এর CEO, Evan Spiegel  সিদ্ধান্ত নেন তারাও Diversity রিপোর্ট প্রকাশ করবেন।

জানা গেছে গত মাসে কোম্পানিটি, বর্ণবাদ এবং যৌণতাবাদের অভিযোগে একটি অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছিল।

Snap তাদের প্রতিবেদনে সংস্থাটির কর্মশক্তির ব্যাপারে বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করেছে। কোম্পানিটি জানিয়েছে তারা ২০২২ সালের মধ্যে সংখ্যালঘু এবং উপজাতি দ্বিগুণ করতে প্রসার চালিয়ে যাচ্ছে। তারা ২০২৩ সালের মধ্যে নারী কর্মী দ্বিগুণ করারও আরেকটি প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখানে উল্লেখ্য, সর্বশেষ আদমশুমারি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ১৩.৪% কৃষ্ণাঙ্গ এবং ১৮.৫ % ল্যাটিনেক্স।

২০১৮ সালের একটি রিপোর্টে দেখা গেছে কোম্পানিটিতে ৬% ল্যাটিনেক্স এবং ৩% কৃষ্ণাঙ্গ কর্মী ছিল যার ৩২% ছিল মহিলা কর্মী। এবং পরিচালক স্তরের বা তদূর্ধেরর ক্ষেত্রে ছিল মাত্র ১% ল্যাটিনেক্স, ২% ব্ল্যাক।

২০১৯ সালের অন্য টেক কোম্পানি গুলোর Diversity রিপোর্ট মতে, গুগলে কাজ করে ৩২% মহিলা কর্মী যার মধ্যে ৯.৬% হচ্ছে কৃষ্ণাঙ্গ বা ল্যাটিনেক্স। ফেসবুকে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনেক্স কর্মীর পরিমাণ ৯% যা টুইটারে ১১% এবং ২০১৮ সালের তথ্য অনুযায়ী Apple এ ব্ল্যাক কর্মী ছিল ২৩%।

Snap তাদের অভ্যন্তরীণ তদন্তের জন্য আইনজীবীও নিয়োগ দিয়েছিল। আইনজীবীরা প্রতিষ্ঠানের কর্মীদের কাছে জানতে চায় আসলেই কি তার প্রতিষ্ঠানের ভেতরে যৌন হয়রানী বা বৈষম্যের শিকার হচ্ছে কিনা।

তবে সাবেক কিছু কর্মী কে জানিয়েছিল তারা ২০১৫ থেকে ২০১৮ সালে প্রতিষ্ঠানটিতে কাজ করার সময় বৈষম্যের শিকার হয়েছেন এবং প্রতিষ্ঠানটি কয়েকবার ব্ল্যাক কনটেন্ট এর উপর সেন্সরশিপ প্রয়োগ করেছে।

-
টেকটিউনস টেকবুম - ২১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস