সম্প্রতি এর ফেসবুকের প্রতি আক্রমণাত্মক মন্তব্য প্রকাশ করেছে TikTok এর CEO, Kevin Mayer।
কিছু দিন আগে একটি ব্লগ টিউনে Kevin Mayer জানায়, ফেসবুক তাদের ভিডিও শেয়ারিং ফিচার নকল করে নিজেরা নতুন ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে আসছে। দেশ প্রেমের ছদ্মবেশে TikTok কে আক্রমণ করতে চাচ্ছে Mark Zuckerberg।
জানা গেছে চারটি টেক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের অ্যান্টি ট্রাস্ট শুনানিতে অংশ নেয়ার আগের দিন রাতে এই ধরনের মন্তব্য করে Kevin Mayer।
মার্ক জাকারবার্গ তার এক বক্তব্যে বুঝাতে চান শুধু ফেসবুক সহ আমেরিকার সকল টেক কোম্পানির ভবিষ্যৎ চীনের জন্য হুমকিতে আছে। অন্যদিকে সকল সোশ্যাল মিডিয়া গুলোকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে প্রতিযোগিতায় স্বাগত জানায় TikTok এর CEO, Kevin Mayer।
তার টিউনে Kevin Mayer জানান, "এখন তাদের সবচেয়ে বড় টার্গেট, TikTok কিন্তু আমরা শত্রু নই। TikTok এর মত সফল প্ল্যাটফর্ম গুলো বৃদ্ধিতে গ্রাহকরা উপকৃত হতে পারে, আমরা আমেরিকান নির্মাতা, ব্যবহারকারী এবং ব্রান্ড গুলোকে বিনোদন দিয়ে যাওয়ার জন্য লড়াই অব্যাহত রাখব"।
২০১৮ সালে TikTok মার্কিন যুক্তরাষ্ট্র আসার পর ৮০ মিলিয়নের বেশি ব্যবহার কারী তৈরি করে নিয়েছে। তবে নিরাপত্তা ইস্যুতে প্রায় TikTok কে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্যেও TikTok বন্ধের পরিকল্পনা হচ্ছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায়ও বলছে ইউজার যাতে TikTok ব্যবহার না করে। আর এজন্যই গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র সরকারের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে Kevin Mayer যাতে এই ধরনের নিষেধাজ্ঞা জারি না হয়।
Kevin Mayer জানায়, TikTok এর অনিশ্চিত ভবিষ্যতের সুযোগ নিচ্ছে সিলিকন ভ্যালির কিছু টেক কোম্পানি গুলো। জাকারবার্গ ইতিমধ্যে বিভিন্ন দেশে তাদের Instagram অ্যাপে TikTok এর মত নতুন একটি ফিচার নিয়ে এসেছে যার নাম Reels।
Kevin Mayer, তার সেই ব্লগ টিউনে Mark Zuckerberg এর Reels কে কপিরাইট পণ্য বলেও সমালোচনা করেছে।
-
টেকটিউনস টেকবুম - ২১ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।