সম্প্রতি Reuters এর রিপোর্টে বলা হয়েছে, "আই-ফোন ইচ্ছাকৃত ভাবে পুরাতন ফোন গুলো স্লো করে, বাণিজ্য আইনকে লঙ্ঘন করছে"। আর এই বিষয়ে একটি রাষ্ট্রীয় তদন্তে নেতৃত্ব দিচ্ছে Arizona।
কয়েকটি ডকুমেন্টে উঠে আসা এই ধরনের অভিযোগের পর, টেক্সাসের অ্যাটর্নি জেনারেল, বাণিজ্য আইন লঙ্ঘনের জন্য মামলা করতে পারে Apple এর বিরুদ্ধে।
Reuters এর ডকুমেন্ট গুলো থেকে জানা যায়, ২০১৮ সাল থেকে একটি তদন্তের অংশ হিসেবে, unexpected shutdown, পুরাতন ফোন স্লো হয়ে যাওয়া, ইত্যাদি বিষয়ে Apple এর কাছ থেকে তথ্য চাওয়া হচ্ছিল।
তবে এখনো Arizona এবং Texas এর অ্যাটর্নিদের সাধারণ অফিসগুলি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
২০১৭ সালে আই-ফোন ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন Primate Labs প্রকাশ করে আই-ফোন গুলোর বয়স বাড়ার সাথে সাথে সেগুলো স্লো হয়ে যায়।
যদিও Apple তখন জানিয়েছিল, পর্যাপ্ত পাওয়া সাপ্লাইয়ের অভাব হলে ফোনের প্রসেসর গুলো স্লো হয়ে যায়। যখন ব্যাটারি গুলো সঠিক মাত্রায় প্রসেসর গুলোকে পাওয়ার সাপ্লাই দিতে পারে না তখনই এই ধরনের সমস্যা হয়।
দীর্ঘ দিন পর্যবেক্ষণ করা বেশ কয়েকজন ক্ষুব্ধ আই-ফোন ইউজাররা জানিয়েছে, নতুন আই-ফোন কিনতে উৎসাহিত করার জন্যই Apple ইচ্ছে করেই আগের ফোন গুলোকে স্লো করে দেয়। যেখানে কিছু দিন আগে প্রকাশ্যে ক্ষমা চেয়ে Apple তাদের ব্যাটারি রিপ্লেসমেন্ট ব্যয় কমিয়ে ছিল।
একই ভাবে জানা গেছে আই-ফোন এ বছরের শুরুতে ব্যাটারি সংক্রান্ত সমস্যায় একটি মামলা নিষ্পত্তির জন্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল।
-
টেকটিউনস টেকবুম - ২০ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।