অ্যান্টি ট্রাস্ট শুনানিতে রিপাবলিক এবং ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের করা প্রশ্ন

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি বহুল প্রত্যাশিত চার প্রধান নির্বাহী কর্মকর্তার শুনানিতে অংশ গ্রহণ করেছেন,  Amazon এর CEO, Jeff Bezos,  Apple এর CEO, Tim Cook,  Google এর CEO, Sundar Pichai, এবং Facebook এর CEO, Mark Zuckerberg।

হাউজ জুডিশিয়ারি কমিটি, প্রধান টেক কোম্পানি গুলোর সাক্ষ্য গ্রহণ করেছে প্রায় ৬ ঘণ্টা। শুনানির মূল বিষয় ছিল কোম্পানি গুলোর মার্কেট পাওয়ার নিয়ে। বিকল্প-ধারার ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা এই সংস্থা গুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের যৌথ ভাবে ২২৭ টি প্রশ্ন করে।

শুনানিতে ট্রাম্পের অন্যতম অনুগত রিপাবলিকান Jim Jordan গুগলের CEO, Sundar Pichai কে প্রশ্ন করেন, গুগল কি ট্রাম্পের বিপক্ষে ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী Joe Biden কে শীর্ষস্থানীয় করতে তাদের ফিচার ব্যবহার করবে না?

উত্তরে Sundar Pichai সাক্ষ্য দেন, গুগল নির্বাচনে সম্পূর্ণরূপে নিরপেক্ষ এবং কখনো কোন নির্দিষ্ট প্রার্থীর জন্য কাজ করে না।

Jim Jordan এর পর কয়েকটি কন্সপিরেসি থিউরির উপর প্রশ্ন করেন Democratic পার্টির Mary Gay Scanlon।  কন্সপিরেসি থিউরির মধ্যে একটি ছিল, Fox News এ একটি ইমেইল লিক হয়েছিল যেখানে বলা হচ্ছিল গুগলের সাবেক মাল্টি কালচার প্রধান, লাতিনেক্সের ভোটার বেড়ে যাওয়ার পক্ষে সমর্থন করছিলেন।

আরেক রিপাবলিকান, Greg Steube প্রশ্ন করেন গুগলের সার্চ ইঞ্জিন এলগোরিদম পরিচালনা নিয়ে। এবং উল্লেখ করেন গুগলের মালিকানাধীন ইউটিউব কেন Hydroxychloroquine নিয়ে করা ভিডিও ডিলিট করে দিয়েছে।

এই ব্যাপারে Sundar Pichai জবাব দেন, "ইউটিউবে যখন কোন রোগ নিরাময়ের ভিডিও আপলোড করা হয়, বিশেষত এই করোনা মহামারীতে, তখন এই ভিডিও গুলো Centers for Disease Control and Prevention দ্বারা পর্যালোচনা করা হয় যে তা বৈধ কিনা। যদি ভিডিও গুলোতে CDC এর গাইডলাইন না মানা হয় তাহলে তা ডিলিট করে দেয়া হয়"।

এখানে উল্লেখ্য অনেক রিপাবলিকান আইন প্রণেতা এবং রাষ্ট্রপতি নিজেও Hydroxychloroquine কে করোনা নিরাময় হিসাবে প্রচার করে আসছিল। তবে পরবর্তীতে Federal Drug Administration কয়েকটি পরীক্ষা করে জানায় ম্যালেরিয়ার এই ওষুধ কখনোই Hydroxychloroquine করোনা ভাইরাসে কার্যকর চিকিৎসা নয়।

সম্প্রতি একজন চিকিৎসক Hydroxychloroquine এর কার্যকারিতা নিয়ে ভিডিও প্রকাশ করলে তার দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তা ট্রাম্পের ছেলে টুইটারে শেয়ার করে। কিন্তু কিছুক্ষণ পর ফেসবুক,  টুইটার, এবং ইউটিউব তাদের ওয়েবসাইট থেকে এটি ডিলিট করে দেয়। পরবর্তী ট্রাম্প এই সোশ্যাল মিডিয়া গুলোর সেন্সরশিপ নিয়ে প্রশ্নও তুলেছে।

এই অ্যান্টি ট্রাস্ট শুনানিতে ফ্লোরিডার আইন প্রণেতা Greg Steube আরও জানায় রিপাবলিকানদের প্রচারণার অনেক ইমেইল স্প্যাম ফোল্ডারে পাঠানো হচ্ছে। একই সাথে তিনি ইঙ্গিত দেন এই কাজটি জিমেইল উদ্দেশ্যমূলক ভাবে করছে।

তখন মার্ক জাকারবার্গের দিকে তাকিয়ে বলেন, আমি মনে করি এই মুহূর্তে এটি স্পষ্টভাবে স্পষ্ট যে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলি রক্ষণশীল সংবাদ এবং মতামতগুলিকে দমন করছে। "

রিপাবলিকান জিম সেনসেনব্রেনারও প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে। এক পর্যায়ে টুইটার কেন সাময়িক ভাবে এর একাউন্ট ব্যান করেছিল এ ব্যাপারে জানতে চান মার্ক জাকারবার্গের কাছে

তার বক্তব্যে বলেন, "আমি নিজে এটি গ্রহণ করবো না, তবে কোভিড -১৯ এর চিকিৎসা বা প্রতিরোধে এটি কার্যকর কিনা তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। "

উত্তরে জাকারবার্গ বলেন, "আমি মনে করি আপনি যা বলছেন তা টুইটারে ঘটেছে কিন্তু এ ব্যাপারে কথা বলা আমার জন্য বেশ কঠিন"।

-
টেকটিউনস টেকবুম - ২০ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস