Amazon এর CEO, Jeff Bezos স্বীকার করেছেন থার্ড-পার্টি কোম্পানি গুলোর ডেটা ব্যবহার করে নিজেদের পণ্য তৈরিতে এর পলিসি লঙ্ঘন হতেও পারে।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া House Judiciary Committee এর শুনানিতে Jeff Bezos কে Pramila Jayapal জিজ্ঞাস করেন, Wall Street Journal এর রিপোর্টে প্রকাশ পাওয়া অভিযোগ, যাতে বলা হয়েছিল যে Amazon ছোট কোম্পানি গুলোর ডেটা ব্যবহার করছে, অভিযোগটি সত্য কিনা।
উত্তরে জানান Jeff Bezos, কোম্পানির অভ্যন্তরীণ পলিসি অনুযায়ী এই ধরনের আচরণ মোটেও গ্রহণযোগ্য না, তবে অতিতে এই পলিসি লঙ্ঘন করা হয় নি এটার গ্যারান্টি তিনি দিতে পারছেন না।
সাথে Amazon এর CEO আরও জানান এই পলিসিটি Amazon নিজ ইচ্ছাতেই করেছিল অন্য কোন রিটেইল কোম্পানি এই পলিসি ফলো করে না বা করতে হয় না।
এর আগে জুলাইয়ে তদন্তের অংশ হিসাবে Amazon এর General Counsel, Nate Sutton কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন যে তারা কখনো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অন্য কোম্পানির ডেটা ব্যবহার করেন না।
যখন প্রথমবারের মত এই তথ্যটি Wall Street Journal এ প্রকাশ পায় তখন Amazon এর এক মূখপাত্রও বলেছিল তারা শুধু মাত্র কাস্টমারদের সর্বোচ্চ সেবা দিতে ডেটা গুলো ব্যবহার করেন এখানে অন্য কোন উদ্দেশ্য তাদের নেই।
Jeff Bezos, তার সাক্ষ্যতে আরও জানান, তিনি এর অভিযোগটি তদন্ত করে দেখছেন এবং এ বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করা হবে।
-
টেকটিউনস টেকবুম - ২০ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।