অ্যান্টি ট্রাস্ট শুনানির নতুন ডকুমেন্টে প্রকাশ পেয়েছে ইউটিউবকে কিনতে গুগলের পরিকল্পনা কেমন ছিল

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

অ্যান্টি ট্রাস্ট শুনানির তদন্তের অংশ হিসেবে কিছু দিন আগে নতুন কয়েকটি ডকুমেন্ট প্রকাশিত হয়। যেখানে দেখা যায় গুগল ইউটিউবকে কিনতে কত ডলার ব্যয় করতে চেয়েছিল।

নথিপত্র গুলোতে দেখা যায় গুগলের বেশ কয়েকজন নির্বাহী, ইউটিউবের সাথে চুক্তি করতে একাধিক ইমেইল বিনিময় করে।

২০০৫ সালের কিছু ইমেইল থেকে জানা যায় গুগল কিভাবে ইউটিউব কে পর্যবেক্ষণ করছিল এবং কোম্পানিটি কেনার পরিকল্পনা করছিল।

Jeff huber, যখন তিনি Google Ad এর সেকশনে কাজ করতেন। তার একটি ইমেইলে দেখা যায় তিনি ইউটিউব সম্পর্কে কৌতূহল প্রকাশ করেছেন। এমনকি তিনি ইমেইলে উল্লেখ্য করেন ইউটিউব তাদের চেয়ে ভাল ফিচার দিচ্ছে।

২০০৫ সালে ইউটিউবের ভ্যালুয়েশন ছিল ১০-১৫ মিলিয়ন ডলার। গুগল ইউটিউবকে তখন কিনতে রাজী যদিও কিছু কর্মচারী বলছিল এতে তেমন কোন আলাদা ফিচার নেই, শুধুমাত্র ভিডিও ছাড়া। কিন্তু গুগল, ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে ঠিকই সচেতন ছিল।

অনেক সিদ্ধান্ত আলাপ আলোচনার পর, ২০০৫ সালের ৮ নভেম্বর গুগলের সহপ্রতিষ্ঠাতা Larry Page, ইউটিউব কেনার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেন। একটি ইমেইলের মাধ্যমে জানান, আমি মনে করি আমাদের ইউটিউব অধিগ্রহণের দিকে নজর দেয়া উচিত।

আরও বিভিন্ন ইমেইল কনভারসেশন থেকে জানা গেছে সেই সময় গুগল প্রদত্ত দাম থেকে আরও অনেক বেশি মূল্য দিয়ে ইউটিউব কে গ্রহণ করেছিল।

২০০৬ সালের ফেব্রুয়ারির ইমেইল অনুসারে, গুগলের তৎকালীন CEO, Eric Schmidt, ইউটিউবের অর্জন মূল্য নিয়ে কোম্পানিতে কথা বলে। তিনি ইউটিউবের সম্ভাব্য ব্যয় জিজ্ঞাস করে।

তখন গুগলের কর্পোরেট ডেভেলপমেন্ট এর ভিপি সালমান উল্লাহ জানান, আমরা মনে করছি এতে ৫০ মিলিয়নের মত খরচ হবে।

Eric Schmidt জানান, আমি ইউটিউবের সাথে কথা বলেছি তারা ৫০০ মিলিয়ন এর মত দাবী করছে।

সর্বশেষ অনেক জল্পনা কল্পনার পর, ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা এবং চূড়ান্ত ভাবে এই চুক্তিটির মূল্য নির্ধারণ করে ১.৬৫ বিলিয়ন ডলার। ২০০৬ সালের অক্টোবর মাসে গুগল ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে তখনকার সম্ভাবনাময় এবং বর্তমানের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম YouTube কে।

-
টেকটিউনস টেকবুম - ২০ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস