নতুন একটি গবেষণা বলেছে, মাস্ক শুধু করোনা ভাইরাস বিস্তার রোধেই কাজ করছে না এটি ফেসিয়াল রিকগনিশন এলগোরিদম গুলোকেও বাধা গ্রস্ত করছে।
সম্প্রতি National Institute of Standards and Technology(NIST), ৮৯ টি ফেসিয়াল রিকগনিশন এলগোরিদম পরীক্ষা করে দেখেছে যেখানে Error রেট ছিল ০.৩% কিন্তু যখন মাস্ক লাগিয়ে এলগরিদম গুলো যাচাই কর হয় তখন Error রেট ছিল ৫%-৫০% এর মত।
ফেডারেল সরকার এই গবেষণাটি পরিচালনা করে কারণ তারা পুরো যুক্তরাষ্ট্র জুড়ে মানুষের গতিবিধি এবং সন্দেহভাজনদের শনাক্ত করতে এই এলগোরিদম গুলো ব্যবহার করে আসছিল। এই গবেষণায় আরও সহযোগিতা করেছিল Department of Homeland Security এবং US Customs and Border Protection, যারা সবাই ফেসিয়াল রিকগনিশন এলগোরিদম ব্যবহার করত।
এর আগে The Verge এর একটি গবেষণাতেও বলা হয়েছিল মাস্ক পড়া ব্যক্তিকে সনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়বে। তারা আরও জানায় মানুষজনের নাক খোলা থাকার চেয়ে মাস্ক দিয়ে ঢাকা থাকলে শনাক্ত করা বেশি কঠিন হয়ে যায়।
গবেষণায় আরও জানা যায় N95 এর মত কালো মাস্ক গুলো, সার্জিক্যাল মাস্ক গুলো থেকে বেশি মুখমণ্ডল শনাক্তকরণে বাধা দেয়।
NIST এর কম্পিউটার বিজ্ঞানী Mei Ngan বলেন, মাস্কের সাথে কাজ করার জন্য এই এলগোরিদম গুলো তৈরি করা হয় নি, ফেস রিকগনিশনে আর নির্ভুলতা আনতে এলগরিদম গুলো আরও ইম্প্রুভ করতে হবে।
তিনি আরও জানান মাস্কের বিষয়টি মাথায় রেখে যে এলগরিদম গুলো তৈরি করা হয়েছিল সেগুলো খুব তাড়াতাড়িই পরীক্ষা করা হবে।
Electronic Frontier Foundation এর Deputy Executive Director, Kurt Opsahl টুইটারে জানায়, "এই গবেষণাটি ফেডারেল সরকার দ্বারা পরিচালিত হলেও এর ফলাফল গুলো নজরদারি এড়াতে চায় এমন নাগরিকদের সহায়তা করবে"।
-
টেকটিউনস টেকবুম - ১৯ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।