সম্প্রতি বহুল প্রত্যাশিত চার প্রধান নির্বাহী কর্মকর্তার শুনানিতে অংশ গ্রহণ করেছেন, Amazon এর CEO, Jeff Bezos, Apple এর CEO, Tim Cook, Google এর CEO, Sundar Pichai, এবং Facebook এর CEO, Mark Zuckerberg।
অবশেষে হাউজ জুডিশিয়ারি কমিটি, প্রধান টেক কোম্পানি গুলোর সাক্ষ্য গ্রহণ করেছে প্রায় ৬ ঘণ্টা। শুনানির মূল বিষয় ছিল কোম্পানি গুলোর মার্কেট পাওয়ার নিয়ে। বিকল্প-ধারার ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা এই সংস্থা গুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের যৌথ ভাবে ২২৭ টি প্রশ্ন করে।
কমিটিটি ১৩ মাস তদন্ত করে প্রায় ১.৩ মিলিয়ন ডকুমেন্ট তৈরি করে কোম্পানি গুলোর সাক্ষ্য গ্রহণে বসে। তারা মনে করছিল এই টেক কোম্পানি গুলো খুব বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণ দরকার।
কমিটি, Amazon এর CEO, Jeff Bezos এর দুটি বিষয়ের উপর সাক্ষ্য গ্রহণ করে। প্রথমত, তারা থার্ড পার্টি বিজনেস কোম্পানি গুলোর ডেটা ব্যবহার করে নিজেদের পণ্য তৈরি করছে কিনা, দ্বিতীয়ত নিজেদের ওয়েবসাইটে নকল পণ্যের প্রমোশন করছে কিনা।
আইন প্রণেতা Jeff Bezos কে প্রশ্ন করেন, Amazon কি কখনো কোন ব্যবসায়ীক সিদ্ধান্ত গ্রহণের সময় সেলারদের ডেটা ব্যবহার করেছে?
তখন উত্তরে Jeff Bezos তার কোম্পানির পলিসি গুলো তুলে ধরেন এবং বলেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারছি না যে পলিসি লঙ্ঘন হয় নি তবে আমরা এটি খুবই গুরুত্বের সাথে দেখছি।
অন্যদিকে Apple এর CEO, Tim Cook কে শুনানিতে ৩৫ প্রশ্ন করা হয়, যেখানে Bezos কে করা হয় ৫৯ টি, Zuckerberg কে ৬২ টি এবং Sundar Pichai কে করা হয় ৬১ টি প্রশ্ন।
Apple এর মেইল এবং মিউজিক সহ আরও ৬০ টি অ্যাপ আছে যা বিভিন্ন থার্ড-পার্টি কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু তারা কি কোম্পানি গুলোকে পর্যন্ত লাভের অংশ দিচ্ছে এবং কোম্পানি গুলো কি তাদের প্রতি খুশি আছে এই বিষয় গুলো নিয়ে সাক্ষ্য গ্রহণ করা হয়। অন্যদিকে অ্যাপল স্টোর থেকে কেন প্যারেন্টাল আপ গুলো সরিয়ে ফেলা হয়েছে এ নিয়েও জবাব দেয় Tim Cook।
ফেসবুককে বেশির ভাগ প্রশ্ন করা হয়, কেন তারা ইন্সটাগ্রামকে কে কিনে নিয়েছিল? প্রতিদ্বন্দ্বী কমিয়ে ফেলাই কি তাদের উদ্দেশ্য ছিল?
উত্তরে জাকারবার্গ জানায়, ইন্সটাগ্রাম ফেসবুকের প্রতিদ্বন্দ্বী ছিল না, এটি বিভিন্ন ছোট ছোট ফটো শেয়ারিং অ্যাপ এর প্রতিদ্বন্দ্বী ছিল এবং এটিকে ফেসবুক কেনার মাধ্যমে ইন্সটাগ্রাম এর ব্যবসায় আরও বৃদ্ধি পেয়েছে এবং বেশি মানুষ এটি ব্যবহার করছে।
এর বাইরেও জাকারবার্গকে ফেসবুকে কন্টেন্ট মোডারেশন নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়।
হাউজ জুডিশিয়ারি কমিটি Google এর CEO, Sundar Pichai, কে প্রশ্ন করে, কেন Google তার সার্চ ইঞ্জিনে নিজস্ব প্ল্যাটফর্ম গুলোকে বেশি প্রাধান্য দেয়। উত্তরে Sundar Pichai জানান Google কখনোই সার্চ রেজাল্টে বৈষম্য করে না, ইউজারদের সর্বোচ্চ সামঞ্জস্যপূর্ণ রেজাল্টই দেয়া হয়। আরও যুক্তি দেন এখানে বিজ্ঞাপণ দাতাদের জন্য অনেক সুযোগ দেয়া আছে।
-
টেকটিউনস টেকবুম - ১৮ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।