অ্যান্টিট্রাস্ট শুনানিতে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে Amazon এর CEO, Jeff Bezos একটি ব্লগ টিউনে জানান যে তিনি কংগ্রেসদের কি বলবেন। জানা গেছে তিনি বলবেন Amazon, এর এখনো অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে এবং প্রতিষ্ঠানটি এখনো প্রচুর প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।
তিনি বলার পরিকল্পনা করছেন, "বিশ্বের যেমন ছোট কোম্পানি দরকার তেমনি বড় কোম্পানিও প্রয়োজন, এখানে অনেক কিছু আছে যা ছোট কোম্পানি গুলো করতে পারে না"।
তিনি আরও পরিকল্পনা করেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে, Walmart, Target, Costco, Kroger, Shopify এবং Instacart এর মত কোম্পানি গুলোর নাম বলবেন।
এখানে উল্লেখ্য, বিশ্বের প্রভাবশালী কোম্পানি গুলো অসৎ উপায়ে তাদের প্রভাব বজায় রাখছে কিনা, এটা নিয়ে একটি শুনানিতে সাক্ষ্য গ্রহণ করা হবে।
অন্য তিন কোম্পানির মত Amazon কিভাবে তার ব্যবসায় পরিচালনা করছে সেটি তদন্ত করবেন কমিটির মেম্বাররা। জানা গেছে Amazon কে একাধিক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে যেমন, প্রতিষ্ঠানটি কি আসলেই বাইরের কোম্পানি গুলোর ডেটা কালেক্ট করে নিজস্ব পণ্য তৈরি করে কিনা, কর্মীদের অধিকার সংরক্ষণ করে কিনা, ইত্যাদি।
আর এই শুনানিতে অংশ নেয়ার আগেই Jeff Bezos পরিকল্পনা করছে কিভাবে প্রশ্ন গুলোর উত্তর দেবেন। একটি ব্লগ Post এ তিনি জানিয়েছেন, Amazon এর আকার বড় হওয়ায় এর সুবিধা গুলোও তিনি তুলে ধরবেন। যেমন তিনি তার কোম্পানি বৃহৎ সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং তারা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভাল বেতন দিচ্ছে।
-
টেকটিউনস টেকবুম - ১৮ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।