Donald Trump সম্প্রতি একটি টুইটে জানান, টুইটারের ট্রেন্ডিং টপিক সেকশনটি অবৈধ, হাস্যকর, এবং অসম কারণ এই বিষয় বস্তু গুলোতে সব সময় তাকে খারাপ ভাবে দেখানো হয়।
কিন্তু ট্রাম্প, নির্দিষ্ট কোন টপিকে তাকে খারাপ ভাবে উপস্থাপন করা হচ্ছে বা এতে টুইটার কোন আইন ভঙ্গ করেছে এ ব্যাপারে কিছু বলতে পারেন নি।
টুইটারের ওয়েবসাইটে বলা আছে, ইউজারের পছন্দ, কাকে অনুসরণ করে ইত্যাদির উপর ভিত্তি করে এলগোরিদম সিদ্ধান্ত নেয় কোন গুলো ট্রেন্ডিং সেকশনে শো করাবে।
তবে ট্রাম্পের এই মন্তব্যে টুইটার এখনো কোন জবাব দেয় নি।
জানা গেছে প্রায়ই ট্রাম্প সহ বিভিন্ন নেতারা কোন সিস্টেমিক প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়া গুলোতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে। Brandwatch এর মতে টুইটারে ট্রাম্পের প্রায় ৮৪ মিলিয়ন ফলোয়ার যা টুইটারে সর্বাধিক ফলো করা একাউন্ট গুলোর মধ্যে সপ্তম।
এর আগেও রক্ষণশীলদের দ্বারা করা বিভিন্ন মামলা গুলোতে বলা হয়েছিল সোশ্যাল মিডিয়া গুলো অবৈধভাবে বৈষম্য মূলক আচরণ করেছে।
এই বিষয়টি সবার কাছে পরিষ্কার যে নিজের বিতর্কিত বক্তব্যে ফ্যাক্ট-চেকিং লিংক যুক্ত করাতে ট্রাম্প এমনিতেই টুইটারের প্রতি কয়েক মাস ধরে রেগে ছিলেন।
এখানে উল্লেখ্য, কয়েকদিন আগে George Floyd হত্যাকাণ্ডের সূত্র ধরে ট্রাম্প যে বিতর্কিত Post টি করেছিল সেটি টুইটার Flags করে দেয় এবং সেখানে ফ্যাক্ট-চেক লিংক যুক্ত করে।
-
টেকটিউনস টেকবুম - ১৭ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।