আসছে Antitrust শুনানিতে Amazon এর CEO, Jeff Bezos যে বিষয় গুলোতে সাক্ষ্য দেবেন

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

House Judiciary Committee এর Antitrust Subcommittee তে ডাকা হয়েছে এর ৫৬ বছর বয়সী Amazon এর প্রতিষ্ঠাতা এবং CEO, Jeff Bezos কে। যদিও তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাক্ষ্য দেবেন। একই সাথে এই শুনানিতে সাক্ষ্য দেয়ার জন্য আহবান করা হয়েছে, Apple এর CEO, Tim Cook, Google এর CEO, Sundar Pichai, এবং Facebook এর CEO, Mark Zuckerberg কে।

সহযোগী নির্বাহীরা এর আগেও এই ধরনের শুনানিতে সাক্ষ্য দিলেও সব সময় Jeff Bezos এটা এড়িয়ে গিয়েছেন।

জানা গেছে তার সংস্থার বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্য, ই-কর্মাসে আধিপত্য অর্জন ইত্যাদি বিষয় নিয়ে তদন্ত করবেন আইনজীবীরা।

তিনি সরাসরি সাক্ষ্য দেবেন নাকি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হবেন এটা নিশ্চিত না হলেও তিনি হট সিটে বসতে যাচ্ছে তা পুরোপুরি নিশ্চিত।

Jeff Bezos সাক্ষ্য দেবেন যে মুল বিষয় গুলোতে, সেগুলো তুলে ধরা হল।

জানা গেছে অন্যান্য চার নির্বাহীদের চেয়ে Jeff Bezos কে কিছু কঠিন বিষয়ের সাথে ডিল করতে হতে পারে এবং তাকে কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে।

এপ্রিল Wall Street Journal এর রিপোর্টে উঠে আসে Amazon, থার্ড-পার্টি সেলারদের ডেটা কালেক্ট করে নিজেদের নামে একই পণ্য নিয়ে আসে। যদিও নিজস্ব পণ্য নিয়ে আসা নতুন কিছু না তবে কমিটি এটা তদন্ত করবে যে এখানে Amazon অসাধু ভাবে বা শক্তি প্রয়োগ করে এই কাজটি করছে কিনা।

বিভিন্ন স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারী জানিয়েছে Amazon তাদের কোম্পানিতে বিনিয়োগ করে এবং কিছু দিন পর নিজেরা একই পণ্য বাজারে এনে ছোট কোম্পানি গুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। বেশির ভাগ সময় Amazon বাজারে নতুন পণ্য নিয়েই আসে প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে।

এ বিষয়ে বেশ কয়েকটি প্রমাণও পায়  The Wall Street JournalAmazon বেশ কিছুদিন আগে Nucleus নামের একটি স্টার্ট-আপের কিছু অংশ কিনে নেয়। এখানে উল্লেখ্য বাসার জন্য ভিডিও কমিউনিকেশন ডিভাইস বানাত Nucleus। প্রায় আট মাস পর যখন Amazon  তাদের সকল তথ্য, প্ল্যান সম্পর্কে জেনে যায় তখন তারা সেই ডিভাইসের অনুকরণে তাদের Echo Show ডিভাইসটি বানিয়ে ফেলে। ফলাফলস্বরূপ বেশিরভাগ গ্রাহক পছন্দ করে Amazon এর প্রোডাক্ট, কারণ তাদের একটি বড় ব্র্যান্ড ভ্যালু আছে। আর অন্যদিকে Nucleus এর বিক্রয় রাতারাতি কমে যায়।

Jeff Bezos কে প্রশ্ন করা হতে পারে, তিনি Amazon এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখছেন। তবে এর আগে, Center for Democracy and Technology এর General Counsel, Avery Gardiner জানিয়েছিল Walmart কে Amazon তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছে।

শুনা গেছে বড় টেক কোম্পানি গুলো জোর করে ছোট ছোট কোম্পানি গুলোকে কিনে নেয়, এই বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে।

Institute for Local Self-Reliance এর সহকারী ডিরেক্টর Stacy Mitchell দাবী করে ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠান গুলোতে Amazon এর দারুণ প্রভাব রয়েছে।

তিনি আরও জানান Jeff Bezos কে Amazon এর লজিস্টিক এবং শিপিং নিয়ে প্রশ্ন করা হতে পারে। কারণ যেখানে সেলারদের পণ্য গুলো শিপিং এর জন্য প্যাক করা হয় সেখানে Amazon এর অসাধু কর্তৃকও দেখা গেছে।

Stacy Mitchell এর বক্তব্য থেকে জানা গেছে Amazon এর নকল পণ্য সম্পর্কেও কমিটি Jeff Bezos কে প্রশ্ন করবে৷ কারণ জানা গেছে amazon তার সেলারদের নকল পণ্য বিক্রয়েও উৎসাহিত করে, তারা অন্য প্ল্যাটফর্ম গুলো থেকে আরও বেশি সুবিধা দেয় এই ধরনের সেলারদের। এমনকি নকল পণ্য বিক্রয় করা সেলারদের থেকে বিজ্ঞাপণের মাধ্যমেও অর্থ উপার্জন করে Amazon।

তিনি আরও বলেন এই শুনানিতে Jeff Bezos এর ব্যক্তিগত সম্পদ নিয়েও প্রশ্ন উঠতে পারে। যেখানে Jeff Bezos এর ব্যক্তিগত সম্পদ এবং Amazon এর পাওয়ার দুটি আলাদা করা কঠিন হয়ে পড়বে।

একই সাথে করোনা মহামারীতে অধিক-সংখ্যক কর্মী ছাটাইয়ের বিষয়টিও উঠে আসবে আলোচনায় এবং কর্মীদের স্বাস্থ্য ঝুঁকির আন্দোলন নিয়েও কথা হবে।

ওয়াশিংটনের এর এক সাক্ষাৎকারে Jeff Bezos বলেছিলেন, যেকোনো ধরনের বড় প্রতিষ্ঠান গুলোকে তদন্ত করা উচিৎ আর এটি মোটও ব্যক্তিগত নয়। এটি এমন যা আমরা সমাজের জন্য করতে চাই।

Avery Gardiner, প্রত্যাশা করেন Amazon ছোট ব্যবসায় প্রতিষ্ঠান গুলোকে কম প্রভাবিত করবে, মহামারীর ক্ষয়ক্ষতি কমাতে লোকাল কমিউনিটিতে ডোনেশনের ব্যবস্থা করবে। এবং এই সময় সকল পণ্যের জন্য ফ্রি শিপিং এর ব্যবস্থা রাখবে।

সর্বশেষ Gardiner আশাবাদ ব্যক্ত করে বলেন, যেহেতু এটা একটা হাই প্রোফাইল শুনানি সুতরাং মানুষজন এটিকে গুরুত্ব দেবে এবং তারা জানতে চাইবে শীর্ষ নির্বাহীরা কি ভাবছে জনগণের সম্পর্কে। আমেরিকার জনগণের জন্য তারা কি করতে চাচ্ছে এটা প্রকাশের দারুণ সুযোগ হতে পারে এটি।

-
টেকটিউনস টেকবুম - ১৭ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস