সম্প্রতি অনলাইনে লিক হয়েছে, টেক, ফাইন্যান্স, রিটেইল সহ আরও বেশ কিছু সেক্টরের, ৫০ টিরও বেশি হাই প্রোফাইল কোম্পানির অভ্যন্তরীণ সোর্স কোড।
টেক সাইট Bleeping Computer রিপোর্ট করে, Tillie Kottmann নামের একজন ডেভেলপার, Microsoft, Nintendo, Disney, Motorola, সহ আরও বেশ কয়েকটি কোম্পানির সোর্স কোড বের করে ফেলেছেন। জানা গেছে DevOps ব্যবহার করে সে এই কাজটি করে, যেখানে কোম্পানির বিভিন্ন কোডিং তথ্য গুলো উন্মুক্ত থাকে।
সেই কোড গুলো সে GitHub এ Post করে দেয়, যেখান থেকে যেকেউ কোড গুলো এক্সেস করতে পারবে। ডেভেলপার তার টুইটার একাউন্টেও একটি অনলাইন Repository লিংক করে দেয়।
লিক হওয়া কোড গুলো সাধারণত গেমারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। Polygon রিপোর্ট করে, কোড গুলো বেশ কিছু কোম্পানির ক্লাসিক গেম গুলোকে প্রকাশ করে দিয়েছে। এই লিকটির নাম দেওয়া হয়েছে "GigaLeak''।
টেক ব্লগ Tom's Guide এর সিকিউরিটি বিশেষজ্ঞ Jake Moore বলছেন, এই কোড গুলো পাবলিক করে দেয়াতে, সাইবার হামলাকারীদের জন্য কোম্পানি গুলোর বিভিন্ন গোপনীয় তথ্য জেনে যাওয়া সহজ হয়ে যাবে।
তিনি আরও জানান, ইন্টারনেটে সোর্স কোডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, ডাকাতদের ব্যাংকের ব্লু-প্রিন্ট দিয়ে দেয়ার সমান।
জানা গেছে কোড গুলো অনলাইন থেকে সরিয়ে ফেলাতে, কোম্পানি গুলোর অনুরোধে সাড়া দিয়েছে Tillie Kottmann। এর আগেও Daimler এর কিছু কোড অনলাইনে লিক হয়ে যাবার পর তা এখন আর নেই, অনলাইন থেকে ডিলিট করব হয়েছে।
প্রতিবেদনে উঠে এসেছে কিছু কোম্পানি জানতেও পারে না তাদের কোড গুলো অনলাইনে লিক হয়েছে এবং যদি জানতেও পারে তারপরেও তেমন প্রতিক্রিয়া দেখায় না। সম্প্রতি লিক হওয়া কোম্পানি গুলোর একটি কোম্পানির এক ডেভেলপার Tillie Kottmann এর কাছে জানতে চায় সে কিভাবে এটি করেছে? তার উত্তর ছিল, "এটি ছিল অনেক মজার"।
Tillie Kottmann একটি বক্তব্যে Bleeping Computer কে জানিয়েছে সে অনলাইনে কোড গুলো প্রকাশ করার আগে কিছু কিছু গুরুত্বপূর্ণ কোড সরিয়ে ফেলেছে যাতে বড় ধরনের সাইবার হামলার শিকার না হয় কোম্পানি গুলো।
Kottmann জানায়, বড় ধরনের ক্ষতি এড়াতে আমি সাধ্য মত চেষ্টা করেছি।
তার টুইটার একাউন্টে গেলে দেখা যায়, সে তার বায়ো অংশে এবং একটি পিন করা টুইটে লিখে রেখেছে, " সম্ভবত আপনার সোর্স কোড গুলো লিক হচ্ছে", "কোনও গোপনীয় নথি, বাইনারি বা সোর্স কোড যা আপনার মনে হয় জনগণকে জানানো উচিৎ "।
-
টেকটিউনস টেকবুম - ১৬ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।