Beyoncé সহ বিভিন্ন সেলেব্রিটিদের ব্যক্তিগত তথ্যে এক্সেস এর ছিল টুইটার কর্মীদের

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি Bloomberg জানিয়েছে, টুইটারের শিথিল অভ্যন্তরীণ নীতিগুলো তার সিকিউরিটি টিমকে, Beyoncé সহ বিভিন্ন সেলেব্রিটিদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্যে এক্সেস এর সুযোগ করে দিচ্ছে।

প্রতিবেদনে উঠে এসেছে টুইটারের সিকিউরিটি টিম যা ১৫০০ কর্মী এবং কনট্রাক্টরদের দ্বারা গঠন করা হয়, সেখানে টুইটারের ইন্টারনাল টুলের এক্সেস ছিল। এখানে উল্লেখ্য, বিভিন্ন প্রতারণা এবং ভায়োলেন্স পর্যবেক্ষক করতে, ইউজারের ফোন নাম্বার, ইমেইল, এমনকি লোকেশন ডেটা দেখতে টুইটারের ইন্টারনাল টুল ব্যবহার করা হয়।

সাবেক এক কর্মী জানায়, ইন্টারনাল টুলের এক্সেস বিশাল পরিমাণ কনট্রাক্টরদের দিয়ে দেয়াতে তারা একে অপরের সাথে সেলেব্রিটিদের একাউন্ট গুলোতে গুপ্তচরবৃত্তির চ্যালেঞ্জে লিপ্ত হয়। কেউ কেউ সেলেব্রিটিদের হয়ে ফেক হেল্প টিকেটও তৈরি করে।

তবে কিছু কিছু কন্ট্রাক্টর এই অভিযোগের পর এখনো মন্তব্য করতে চায় নি।

অনলাইন নিউজ পোর্টাল Business Insider এর একটি ইমেইলে টুইটারের মুখপাত্র জানায় তারা কখনোই  ইন্টারনাল টুলের এই ধরনের অপব্যবহার সহ্য করবে না এর ফলে কর্মীরা চাকরীও হারাতে পারে।

কিছু দিন আগে ১৩০ টির মত বিশিষ্ট ব্যক্তি এবং কোম্পানির টুইটার একাউন্ট হ্যাক হয় এবং হ্যাকাররা বিট-কয়েনের মাধ্যমে হাতিয়ে নেয় প্রায় ১২০, ০০০ ডলার। বিশেষজ্ঞরা বলছে এই ধরনের হ্যাকটি টুইটারের ইন্টারনাল টুলের মাধ্যমেই করা হয়েছিল।

Twitter বিভিন্ন সময় এই হ্যাকিং সম্পর্কে ধরনা দেবার চেষ্টা করেছে। তারা এটিকে সমন্বিত সামাজিক ইঞ্জিনিয়ারিং আক্রমণ বলেছে। এর অর্থ হ্যাকাররা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে টুইটারের এক্সেস নিয়েছে। তারা টুইটারের কিছু কর্মীকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে টুইটারের ইন্টারনাল এক্সেস নিয়েছে এবং পরবর্তীতে একাউন্ট গুলো হ্যাক করেছে। টুইটার জানিয়েছে এমন পরিস্থিতি যা আর না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নিয়েছে।

গত কয়েকদিন আগে আরেকটি খবর প্রকাশিত হয় যেখানে বলা হয়, বছরের শুরুতে প্রায় ১০০০ টুইটার কর্মী এবং কনট্রাক্টরদের কাছে টুইটারের এর ইন্টারনাল টুলের এক্সেস ছিল। যার ফলে এই ধরনের হ্যাক আটকানো কঠিন হয়ে পড়ে।

এর আগে ২০১৫ সাল থেকে টুইটারের ইন্টারনাল টুল নিয়ে কর্মীদের বিভিন্ন সময় উদ্বেগের তথ্যও পাওয়া যায়।

-
টেকটিউনস টেকবুম - ১৬ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস