নির্বাচনী প্রচারণায় কর্মীদের TikTok ব্যবহার না করতে বলেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট Joe Biden

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সাবেক ভাইস প্রেসিডেন্ট Joe Biden এর নির্বাচনী প্রচারণায় তার কর্মীদের বলা হচ্ছে তারা যেন TikTok  ব্যবহার না করে।

Joe Biden এর General Counsel, Dana Remus, একটি ইমেইলের মাধ্যমে তাদের সকল নেতা কর্মীদের জানিয়েছেন কাজের এবং ব্যক্তিগত সকল ডিভাইসে TikTok  ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

Joe Biden এর নির্বাচনী প্রচারণায় প্রচারণায় জড়িত কর্মকর্তারা জানায় তাদের এই গাইডলাইনটি ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অনুরূপ। যেখানে রিপাবলিকানদের পাশাপাশি তারাও TikTok  নিয়ে তাদের কর্মীদের সতর্ক করে দিয়েছিল।

বেইজিং-ভিত্তিক ইন্টারনেট সংস্থা ByteDance এর মালিকানাধীন TikTok, মার্কিন যুক্তরাষ্ট্রে আইন প্রণেতাদের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও সামরিক কর্মকর্তাদের কাছ থেকে ক্রমবর্ধমান তদন্তের মুখোমুখি হয়েছে। যেখানে আশঙ্কা করা হচ্ছে এটি চীন সরকার দ্বারা প্রভাবিত হতে পারে এবং ব্যক্তিগত ডেটা চীনে চুরি হয়ে যেতে পারে।

নতুন এই নির্দেশনায় এখনো TikTok  এর মুখপাত্র কোন জবাব দেয় নি, তবে DNC এবং RNC তে একই ধরনের সতর্ক বার্তা শুনা গেলে, একজন মুখপাত্র বলেছিল, আমরা আমাদের ব্যবহারকারীদের গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

The Guardian এর এক রিপোর্টে গত বছর উল্লেখ করা হয়, চীনা কর্মকর্তারা রাগান্বিত হয় এমন কন্টেন্ট গুলো সেন্সর করার জন্য মডারেটদের অভ্যন্তরীণ নির্দেশনা দেয়া আছে। যদিও TikTok তখন বলেছিল সেই পলিসি এখন আর ব্যবহৃত হয় না।

এই প্রতিবেদনের পর শীর্ষ মার্কিন সিনেটরা গোয়েন্দা সংস্থা গুলোকে আহবান জানিয়েছিল, তারা যেন TikTok কে ভাল করে তদন্ত করে দেখে সেখানে জাতীয়-সুরক্ষা ঝুঁকিপূর্ণ কিনা।

সেই থেকে মার্কিন সেনা এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগসহ বেশ কয়েকটি সরকারি সংস্থা তাদের কর্মকর্তা কর্মচারীদের TikTok আপটি ব্যবহারে নিষেধ করছে।

একই সাথে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় জনগণকে TikTok ব্যবহার না করতে আহবান জানাচ্ছে। ট্রাম্প কর্মকর্তারা দাবী করেছে TikTok  ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ১৬ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস