গত মাসে ''ডেটা সার্বভৌমত্ব" এর কথা উল্লেখ করে ভারতে ব্যান করা হয় দেশটির সর্বাধিক জনপ্রিয় TikTok সহ মোট ৫৯ টি অ্যাপ। সম্প্রতি দেশটিতে বন্ধ করা হয়েছে আরও ৪৭ টি অ্যাপ এবং পর্যালোচনা করা হচ্ছে প্রায় ২৭৫ টি মোবাইল এপ্লিকেশন।
নতুন ৪৭ অ্যাপ ছিল প্রথম ব্যান করা অ্যাপ গুলোর কপি বা সামঞ্জস্যপূর্ণ। যেমন একটির নাম ছিল TiTOk lite।
দিল্লি বিজেপির আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের প্রধান পুনিত আগরওয়াল টুইটারে এই সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান অ্যাপ গুলো হল, Tiktok Lite, Helo Lite, SHAREit Lite, BIGO LIVE Lite এবং VFY Lite। সাথে সাথে তিনি বলেছেন রিভিউ করা হচ্ছে PUBG সহ আরও ২৫০ টি অ্যাপ।
ভারতে TikTok বন্ধের আগে অ্যাপটি পুরো ভারতে ছিল ব্যাপক জনপ্রিয়। এপ্রিলে পুরো বিশ্বব্যাপী অ্যাপটি ডাউনলোড হয় ২ বিলিয়নের বেশি বার, যেখানে ভারতেই ডাউনলোড হয় ৬১১ মিলিয়ন যা সারাবিশ্বে ডাউনলোডের ৩০%।
জানা গেছে ভারতীয় TikTok ব্যবহারকারীরা বর্তমানে TikTok কে গভীর ভাবে অনুভব করছে।
Sensor Tower সাইট জানিয়েছে TikTok বন্ধ হবার পর ভারতের পরবর্তী তিনটি ভিডিও শেয়ারিং অ্যাপ এর ডাউনলোড বেড়ে গেছে ১৫৫%।
The Economic Times এর রিপোর্ট মতে দেশটির সরকার Tencent এর PUBG, এবং ByteDance এর Resso সহ মোট ২৭৫ টি অ্যাপকে পর্যবেক্ষণ করছে।
কয়েকটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ভারতের লাদাখ অঞ্চলের সংঘাতের জেরে ভারত ও চীনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা পড়ার পরে, চীনা অ্যাপ গুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
ভারত এক মাত্র দেশ নয় যারা চীনা অ্যাপ নিয়ে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। কিছুদিন আগে পাকিস্তানেও সাময়িক ভাবে PUBG ব্যান করা হয়েছিল এবং TikTok কে সতর্ক বার্তা প্রদান করা হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জুড়ে এই নিয়ে কয়েকবার TikTok বন্ধের পরিকল্পনা শুনা গেছে, এমনকি ট্রাম্প তার রাজনৈতিক প্রচারণাতেও TikTok ব্যবহার না করতে জনগণকে সতর্ক করেছেন। এমন খবরও শুনা গেছে ট্রাম্প চীনকে করোনা ভাইরাস ছড়ানোর শাস্তি হিসাবে TikTok বন্ধ করা কথা ভাবছেন।
-
টেকটিউনস টেকবুম - ১৬ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।