জানা গেছে খেলাধুলা এবং ফিটনেস টেক কোম্পানি Garmin সম্প্রতি Ransomware এটাকের শিকার হয়েছ।
এই সাইবার হামলাটিতে কোম্পানিটির মিলিয়ন ইউজারের কয়েকটি অনলাইন সার্ভিস ব্যাহত হয়েছে। এর মধ্যে একটি ছিল Garmin Connect যা ইউজারদের এক্টিভিটি এবং ডেটা, ক্লাউড সার্ভার এবং অন্য ডিভাইসে Sync করতো। একই সাথে এই এটাকের শিকার হয় Garmin এর এভিয়েশন ন্যাভিগেশন সার্ভিস, flyGarmin।
পরবর্তীতে Garmin তাদের ওয়েবসাইটের একটি ব্যানারের মাধ্যমে তারা এই ঘটনাটি সম্পর্কে সবাইকে অবহিত করে। তারা তাদের ব্যানারে লেখে, " আমরা বর্তমানে একটি বিভ্রাট অনুভব করছি, যা Garmin.com এবং Garmin Connect কে প্রভাবিত করছে। আমরা বর্তমানে কোন, কল, ইমেইল, অনলাইন চ্যাট রিসিভ করতে পারছি না। আমরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং সাময়িক এই অসুবিধার জন্য ক্ষমা-প্রার্থী "।
এই ঘটনার পর Garmin একটি বিবৃতিতে জানায়, এই ঘটনায় ইউজারদের ডেটা, এক্টিভিটি, পেমেন্ট এবং অন্য ব্যক্তিগত ইনফরমেশনের উপর কোন প্রভাব পড়বে না।
বিভিন্ন উৎস থেকে জানা গেছে এই ধরনের এটাকের পেছনে WastedLocker Ransomware দায়ী থাকতে পারে।
WastedLocker একটি নতুন Ransomware ভাইরাস যা মে মাসে Malwarebytes তাদের একটি রিপোর্টে নিশ্চিত করেছে। তারা জানায় এটি অপারেট করছে Evil Corp নামে একটি হ্যাকিং গ্রুপ। অন্যান্য Ransomware এর মত এটিও ইউজারদের ফাইল এনক্রিপ্ট করে বিট-কয়েন চায়।
Malwarebytes এটি জানিয়েছে ফাইল এনক্রিপ্ট করার আগ পর্যন্ত কোন তথ্য চুরি করতে পারে না। সুতরাং Garmin এর যদি তাদের ডেটার পূর্ণ ব্যাক-আপ থাকে তাহলে ভয়ের কিছু নেই তবে যদি সেটা না থাকে তাহলে তাদের ১০ মিলিয়ন ডলার গুনতে হবে।
FBI সব সময় ইউজারদের সতর্ক করে যাতে কেউ হ্যাকারদের কোন টাকা না দেয়।
Evil Corp নামের গ্রুপটির এই ধরনের ম্যালওয়্যার এটাকের বিশাল ইতিহাস রয়েছে। গ্রুপটি রাশিয়ার Maksim Yakubets নামে এক হ্যাকার এর দ্বারা পরিচালিত হয় যে Dridex নামে এক শক্তিশালী পাসওয়ার্ড চুরির ম্যালওয়ার তৈরি করেছিল, যা বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার চুরিতে ব্যবহৃত হয়েছে।
পরবর্তীতে এই গ্রুপের সাথে ডলার লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সুতরাং যুক্তরাষ্ট্রের কেউ বা কোন কোম্পানি এই গ্রুপের সদস্যদের কোন ধরনের টাকা দিতে পারবে না।
বিশেষজ্ঞদের দাবী Garmin এর এই ধরনের এটাকে হাত আছে Evil Corp গ্রুপের।
কয়েকটি বড় অনলাইন নিউজ পোর্টাল হ্যাকার গ্রুপটির সাথে যোগাযোগে ব্যর্থ হয় এবং Garmin এর মুখপাত্রের সাথেও কন্টাক্ট করা যায় নি।
-
টেকটিউনস টেকবুম - ১৫ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।