Hydra এর মত বিজ্ঞাপণ জালিয়াতি রোধে লড়াই করছে গুগল সহ বিভিন্ন বিজ্ঞাপণি সংস্থা

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Hydra নামক নতুন একটি বিজ্ঞাপণ জালিয়াতি দেখা দিয়েছে যা ফেক ট্রাফিকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে বিজ্ঞাপণ দাতাদের। এখন পর্যন্ত এটি ক্ষতিগ্রস্ত করেছে বিজ্ঞাপণ দাতাদের প্রায় ১০০ মিলিয়ন ডলার।

ইজরায়েল এর নেটওয়ার্ক সিকিউরিটি ফার্ম Protected Media এর CEO, Asaf Greiner সর্বপ্রথম এই বিষয়টি লক্ষ্য করে। তিনি দেখতে পান Hydra মোবাইলের মত ফেক ট্রাফিক তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে বিক্রি করছে। তিনি উল্লেখ করেন এটি অতীতের সকল বিজ্ঞাপণ প্রতারণা থেকে বেশি কার্যকরী।

Asaf Greiner ট্র্যাক করতে পারেন এই স্ক্যামটি পুরো যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিদিন গেমিং এবং বিনোদনমূলক অ্যাপ গুলোতে ১০০ মিলিয়ন এড ইম্প্রেশন তৈরি করছে।

ইন্ডাস্ট্রি গুলো এটি স্বীকার না করলেও, Asaf Greiner অনুমান করেন Hydra বিজ্ঞাপণ দাতাদের প্রায় ১৩০ মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত করেছে। কোম্পানি গুলো ডলারের বিনিময়ে বিজ্ঞাপণ দিচ্ছে অথচ মানুষ এ গুলো দেখছে না।

এই ঘটনায় তিনি Google, Trustworthy Accountability Group সহ আরও কিছু কোম্পানির দৃষ্টি আকর্ষণ করেন যারা প্রতারণা, ম্যালওয়্যার, প্রাইভেসি, এবং ডিজিটাল বিজ্ঞাপণের স্বচ্ছতা নিয়ে কাজ করে।

বিশ্বব্যাপী বিজ্ঞাপণী কোম্পানি গুলোর নিরাপত্তায়, American Association of Advertising Agencies, এবং Association for National Advertisers দ্বারা TAG প্রতিষ্ঠিত হয়। যার লিডারশীপ কাউন্সিলে ছিল Facebook, Google, GroupM, Dr. Pepper Snapple Group, এবং NBCUniversal এর মত এড প্ল্যাটফর্ম গুলো।

Google জানায় তাদের এড কোয়ালিটি টিম এই জালিয়াতিটি আগেই ধরে ফেলতে পেরেছিল এবং এটি জুনের মধ্যেই প্রতিহত করে ফেলে। এবং এতে বিজ্ঞাপণ দাতাদের খুব বেশি অর্থ লোকসান হয় নি।

TAG, একটি প্রজেক্ট লঞ্চ করেছে যার নাম দিয়েছে "Operation Slay Hydra"। যাতে করে ডিজিটাল এড সেলাররা Hydra সম্পর্কে সকল তথ্য জানতে পারবে এবং তাদের রক্ষা করতে পারবে।

TAG এর চিফ অপারেটিং অফিসার জানান, Hydra নামটি একদম উপযুক্ত যেখানে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে ইম্প্রেশন বিক্রি করা হচ্ছে।

এর আগে ২০১৯ সালে আরেকটি জালিয়াতির মাধ্যমে বিজ্ঞাপণ দাতাদের ৫.৮ বিলিয়ন লোকসান হয়।

গুগলের মত কোম্পানির অবৈধ ট্রাফিক সনাক্তকরণ এবং গঠনে প্রচুর বিনিয়োগের পরেও Hydra এর অস্তিত্ব এটা প্রমাণ করে ইন্ডাস্ট্রি গুলো ভুল পথে পরিচালিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছে বিজ্ঞাপণ জালিয়াতি দিনের পর দিন আরও আধুনিক হয়ে যাচ্ছে। যেমন Hydra আগের গুলোর চেয়ে অনেক বেশি কার্যকারী।

Protected Media এর CEO, Asaf Greiner বলেন, বিজ্ঞাপণ জালিয়াত চক্রটি এখনো বেশ লাভবান কারণ ক্ষতিগ্রস্তরা এর বিরুদ্ধে তেমন পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও বলেন, বিজ্ঞাপণী প্ল্যাটফর্ম গুলো এই ধরনের প্রতারণায় লজ্জিত এবং হুমকিতে পড়েছে। তারা এমন পরিস্থিতিতে পড়তে পারে যেখানে বিজ্ঞাপণ দাতারা তাদের অর্থ ফেরত চাইবে।

গুগলের এক মুখপাত্র বলেছেন, Hydra বিজ্ঞাপণ জালিয়াতি সংক্রান্ত তথ্য পুরো ইন্ডাস্ট্রি জুড়ে ছড়িয়ে দেয়ার জন্য আমরা Protected Media এর প্রশংসা করি। এখানে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এপ্লিকেশন গুলোর স্পোফিং ঝুঁকি হ্রাস করার জন্য সমস্ত মোবাইল এপ গুলোতে ডেভেলপারদের app-ad.txt ফাইল প্রয়োগ করতে হবে।

Thomas বলেন, বিজ্ঞাপণী কোম্পানি গুলোকে আরও ভাল ভাবে বিজ্ঞাপণী জালিয়াতির তথ্য শেয়ার করতে স্থায়ী গ্রুপ তৈরি করার চেষ্টা করছে TAG।

তিনি আরও বলেন, হুমকি শেয়ার করার সংস্কৃতি তৈরি হতে কিছুটা সময় লাগবে কারণ আমরা এই শিল্পে একদমই নতুন। তবে আস্তে আস্তে লোকেরা সচেতন হতে শুরু করেছে।

-
টেকটিউনস টেকবুম - ১৫ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস