SAP সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের সহায়ক সংস্থা Qualtrics কে পাবলিকে নিয়ে যাবে।
৮ বিলিয়ন ডলারের বিনিময়ে যখন SAP, Qualtrics কে পূর্ণ মালিকানায় নিয়ে নেয় তখন থেকেই এটি IPO এর পথে ছিল।
প্রস্তাবটির সময়সীমা ঘোষিত না হলেও, SAP বলছে IPO তে যাবার পরেও বেশির ভাগ অংশ Qualtrics এরই থাকবে এবং Qualtrics এর CEO, Ryan Smith উটাহের প্রোভোর সদর দপ্তর থেকে সংস্থাটির নেতৃত্ব অব্যাহত রাখবে।
SAP এর CEO, Christian Klein বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি Qualtrics এর ম্যানেজমেন্ট ক্যাটাগরি, গ্রাহক সেবা, এবং সেরা প্রতিভার অভিজ্ঞতা বাড়াতে IPO দারুণ ভাবে সাহায্য করবে। এটি SAP এর বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে থাকবে"।
সম্প্রতি জার্মানের প্রভাবশালী সফটওয়্যার কোম্পানি SAP আয়ের রিপোর্ট প্রকাশ কালে এসব তথ্য উঠে আসে। প্রতিষ্ঠানটির লাভ হয় ৮ বিলিয়ন ডলার যা ২০১৯ সাল থেকে ২% বেড়েছে এবং গত বছরের তুলনায় শেয়ারের মূল্য বেড়েছে ১৬%।
SAP, Qualtrics কে তাদের Cloud Strategy এর স্তম্ব হিসাবে দেখছে। জানা গেছে তারা প্রধান ক্লাউড প্ল্যাটফর্ম Amazon Web Services, Microsoft Azure, এবং Google Cloud এর সাথে পার্টনারশিপ করবে যাতে গ্রাহকরা তাদের SAP ডাটাবেজ হোস্ট করতে পারবে একই সাথে ডেটা হোস্ট করতে পারবে হাইপার-স্কেল সরবরাহকারীরাও। আর এজন্যই তাদের Qualtrics এর মত সফটওয়্যার দরকার যেখানে গ্রাহকরা ফিডব্যাক দিতে পারবে এবং SAP তাদের প্রোডাক্টের আরও উন্নয়ন করতে পারবে।
Klein বলেন, আমরা নিশ্চিত করতে চাই এই পার্টনারশিপের পরেও আমরা প্ল্যাটফর্ম এবং এপ্লিকেশন লেয়ারটির মালিক থাকব কারণ এটি আমাদের অংশ। আমরা হাইপারস্কেলার দের সাথে পার্টনারশিপটি দুর্দান্ত বলে নিশ্চিত করছি।
গত বছর দীর্ঘ সময় ধরে থাকা SAP এর CEO, Bill McDermott তার পদ থেকে সরে যায়। তখন প্রতিষ্ঠানটি co-CEO হিসেবে নিযুক্ত হন জেনিফার মরগান এবং CEO, হিসাবে যোগ দেন Klein। কিন্তু এপ্রিলের দিকে জেনিফার মরগান পদত্যাগ করেন। Klein তখন বলেছিলেন এর পদত্যাগ co-CEO কাঠামোতে জটিলতা তৈরি করেছে এজন্য সিদ্ধান্ত গ্রহণ ধীর হচ্ছে বিশেষত এই করোনা মহামারীতে।
IPO দিকে অগ্রসর হওয়াতে Qualtrics এর অগ্রগতি লক্ষণীয়। প্রাইভেট ভাবে এই স্টার্ট-আপটি প্রায় ১০ বছর কোন Venture Funding করে নি কিন্তু IPO এর পরিকল্পনা করার পর প্রতিষ্ঠানটি ৪০০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে এবং এর বাজার মূল্য দাঁড়িয়েছে ২.৫ বিলিয়ন ডলার।
কোম্পানিটি পাবলিকে এলে এর বাজার মূলধন হবে ৪.৮ বিলিয়ন ডলার। যা SAP কিনে ছিল ৮ বিলিয়ন ডলার দিয়ে। তার IPO এর জন্য কি পরিমাণ মূল্যায়ন চাইবে তা এখনো স্পষ্ট না তবে আশা করা যায় খুব শীগ্রই তারা তা প্রকাশ করবে।
-
টেকটিউনস টেকবুম - ১৫ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।