প্রভাবশালী টেক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের Antitrust শুনানি স্থগিত

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

বহুল প্রত্যাশিত চারটি প্রভাবশালী টেক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের Antitrust শুনানিটি স্থগিত করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে প্রভাব বিস্তারকারী কোম্পানি গুলো যেমন, Apple, Amazon, Facebook, Google বেআইনি ভাবে ছোট কোম্পানি গুলোকে চাপে রাখছে কিনা এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। আইনজীবীরা প্রতিষ্ঠান গুলোর ব্যবসায়ী অনুশীলন গুলো পর্যবেক্ষণ শুরু করে।

কোম্পানি গুলোর CEO, Tim Cook, Jeff Bezos, Mark Zuckerberg, এবং Sundar Pichai  প্রথমবারের মত একসাথে একটি কংগ্রেস শুনানিতে ডাকা হয়। Jeff Bezos এর জন্য এটি প্রথমবার হলেও, Tim Cook, Mark Zuckerberg, এবং Sundar Pichai এর এজন্য এমন শুনানি নতুন ছিল না।

Reuters এর রিপোর্ট মতে অজানা এক উৎস থেকে জানা গেছে, নির্বাহী গন করোনা মহামারীতে এই শুনানিতে না আসার পরিকল্পনা করছিল এবং বিভিন্ন কারণে শুনানির তারিখ পিছিয়ে যেতে পারে।

নাগরিক অধিকার নেতা এবং জর্জিয়ার ৫ ম কংগ্রেসনাল জেলার প্রতিনিধি John Lewis ক্যান্সারে আক্রান্ত ৮০ বছর বয়সে গত ১৭ জুলাই মারা যান। জানা গেছে শুনানি স্থগিত হওয়ার পেছনে লুইসের মৃত্যুরও প্রভাব রয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ১৪ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস