Assassin’s Creed এবং Far Cry গেম এর নির্মাতা এবং বিশ্বের অন্যতম বৃহত্তর গেম পাবলিশার কোম্পানি Ubisoft। বেশ কিছু দিন ধরে কোম্পানিটিতে যৌন হয়রানির অভিযোগ শুনা যাচ্ছিল।
প্রতিষ্ঠানের একাধিক নির্বাহীদের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এর পর এবার কর্মীরা অভিযোগ করছে Ubisoft এর সিনিয়র অফিসার Tommy François এর বিরুদ্ধে।
কর্মীরা তাদের অভিযোগে, ২০১৬ সালে বিজনেস ট্যুরে Tommy François দ্বারা ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার বর্ণনা দেয়।
পাঁচজন সাবেক এবং বর্তমান কর্মী দাবী করেছেন, Tommy এর এমন আচরণ তারা আগেও লক্ষ্য করেছেন। তারা জানান, প্রতিষ্ঠানে নারীদের অন্য চোখে দেখতেন Tommy, বিভিন্ন সময় অহেতুক কারণে স্পর্শও করতেন, এমনকি অনেকবার পুরুষদের সেনসিটিভ জায়গাতেও স্পর্শ করার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে।
অনলাইনে নিউজ পোর্টাল Business Insider এ ব্যাপারে Tommy François কে প্রশ্ন করলে, তিনি কোন উত্তর দেন নি। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো আইনজীবী Jérémie Assous এর মাধ্যমে অস্বীকার করেছেন। তবে এ ব্যাপারে Jérémie Assous নিজেও কোন মন্তব্য করতে চায় নি।
Ubisoft জানিয়েছে তারা Tommy François এর বিষয়টি পূর্ণ তদন্ত করার জন্য তাকে প্রশাসনিক ছুটিতে রেখে।
বেশিরভাগ সাবেক কর্মী জানিয়েছেন, প্রতিষ্ঠান থেকে তাদের চলে যাওয়াতে Ubisoft এর সংস্কৃতিতে কোন পরিবর্তন আসে নি।
এর আগে, Ubisoft এর Editorial Vice President, Maxime Beland একাধিক হয়রানির অভিযোগে এবং একজন মহিলা সহকর্মীর ঘাড়ে হাত দেয়ার জন্য ৫ জুলাই পদত্যাগ করে। তার বিরুদ্ধে অভিযোগ গুলো প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। Ubisoft জানিয়েছে প্রতিষ্ঠান থেকে চলে যাবার পরেও তারা এর উপর তদন্ত অব্যাহত রেখেছে।
একই ভাবে ১২ জুলাই, একইভাবে পদত্যাগ করে প্রতিষ্ঠানটির সিনিয়র তিন নির্বাহী। চিফ ক্রিয়েটিভ অফিসার, Serge Hascoet পদত্যাগ করার পর প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্মীই জানান, তিনি সমকামীতা ও বিভিন্ন বাজে অভ্যাসের জন্য প্রতিষ্ঠানে পরিচিত ছিলেন।
Ubisoft এর মন্ট্রিয়লের বিশ্বখ্যাত স্টুডিও এবং কানাডার অপারেটিং অফিসার, Yannis Mallat একই অভিযোগে পদত্যাগ করেন।
হিউম্যান রিসোর্স এর গ্লোবাল হ্যাড Cécile Cornet, নিজের ভূমিকা ছেড়ে কোম্পানির অন্য দায়িত্বে নিয়োজিত আছেন। জানা গেছে তিনি কোম্পানির স্বার্থেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, Ubisoft এর সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, Yves Guillemot, পুরো কর্মক্ষেত্রের সংস্কৃতি উন্নত ও জোরদার করার জন্য পুরো সংস্থা জুড়ে বৃহৎ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রতিষ্ঠানটিকে তদন্ত করার জন্য বাইরে থেকে তদন্তকারীও নিযুক্ত করেছেন।
Ubisoft এর এক সাবেক এক কর্মী যিনি ২০১০ সালের দিকে প্রায় ৪ বছর প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন, তিনি জানান, "প্রতিষ্ঠানটির যৌনতা বাদী সংস্কৃতি শীর্ষ থেকে নীচ পর্যন্ত প্রসারিত"। তিনি আরও অভিযোগ করেন প্যারিসের অফিসে একাধিক সিনিয়র অফিসাররা তাকে হেনস্তা করে।
সাবেক কর্মী Business Insider কে দেয়া একটি সাক্ষাতকারে, তার সাথে বিমানে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার বর্নান দেন এবং প্রত্যক্ষদর্শী একজন ঘটনাটির সত্যতাও নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান প্রতিষ্ঠানের বেশিরভাগ সহকর্মীরাও তার পোশাক, চলাফেরা, হেয়ার স্টাইল ইত্যাদি বিষয়ে বাজে মন্তব্য করতো। তিনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে চাকরি ছাড়ার দুইবছর পরেও তিনি সেখানে কাজ করতে ভয় পেতেন।
Chelsea O'Hara নামের আরেক সাবেক কর্মী যিনি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কাজ করেছেন, তিনি গত ২ জুলাই একটি ব্লগ টিউনে, তার সাথে ২০১৭ সালে ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরেন যেখানে তিনি তারই সহকর্মী দ্বারা যৌন হয়রানীর শিকার হন।
তিনি জানান আরও একাধিক বার এমন ঘটনার অভিজ্ঞতা হলেও তার পুরুষ সহকর্মীদের সব সময় বাঁচিয়ে এসেছে প্রতিষ্ঠানটির সিনিয়র স্টাফরা। এজন্য কখনো তিনি প্রতিষ্ঠানে এ বিষয়ে অভিযোগও করতে পারেন নি।
Chelsea O'Hara, জানান প্রতিষ্ঠানের কর্ম-পরিবেশ পরিবর্তনে তিনি মোটেও আশাবাদী না।
৩য় মহিলা কর্মী হিসাবে Ubisoft এর বর্তমান একজন কর্মী অভিযোগ করেন, একজন ম্যানেজার তাকে নিয়মিতই তার পোশাক নিয়ে মন্তব্য করে। এমনকি তার একাধিক সহকর্মীরাও এর শিকার। বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে যে তারা কাজে যেতেই ভয় পায়। এমনকি তাদের এ ব্যাপারে অন্য কোথাও কথা বলতেও নিষেধ করা হয়েছে।
একাধিক সাবেক এবং বর্তমানে কর্মীরা নিশ্চিত করেছে, কয়েকবার হিউম্যান রিসোর্স কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে তারা কোন পদক্ষেপ নেয় নি।
Ubisoft এর বিরুদ্ধে সকল অভিযোগ গুলো নিয়ে বিস্তারিত একটি আর্টিকেল প্রকাশ করেছে Libération।
Ubisoft এর একজন বর্তমান সম্পাদকীয় ভাইস প্রেসিডেন্ট তার ফেসবুক টিউনে, Libération প্রকাশিত বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ গুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে আর্টিকেলের ব্যাপারে কোন কথা বলতে চায় নি Ubisoft এর CEO Yves Guillemot। তার এক বিবৃতিতে তিনি বলেছেন, "কর্মীদের জন্য নিরাপদ কর্ম পরিবেশের গ্যারান্টি দেয়াতে Ubisoft এর দায়বদ্ধতার কমতি দেখা দিয়েছে। এটি কখনোই গ্রহণযোগ্য নয় কারণ আমি মূল্যবোধের প্রশ্নে কখনো আপোষ করি না"। তিনি একই সাথে কোম্পানিটির সুস্থ কর্ম-পরিবেশ বাস্তবায়নে অভ্যন্তরীণ বিপুল পরিবর্তন আনতে প্রতিশ্রুতি-বন্ধ হন।
তিনি আরও জানিয়েছেন সুস্থ কর্ম-পরিবেশের জন্য নতুন করে প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হবে।
-
টেকটিউনস টেকবুম - ১৪ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।