Apple এর সহপ্রতিষ্ঠাতা Steve Wozniak, ইউটিউবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয় ইউটিউব, Wozniak এর ছবি এবং সাদৃশ্যপূর্ণ কিছু ব্যবহার করে বিট-কয়েন কেলেঙ্কারিকে তরান্বিত করেছে।
কিছু দিন আগে হ্যাকাররা হ্যাক করে ভেরিফাইড কিছু Twitter একাউন্ট। এখানে ছিল Barack Obama, Joe Biden, Elon Musk, Bill Gates, এবং Kim Kardashian সহ আর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং Apple, Uber এর মত কিছু কোম্পানির Twitter একাউন্ট।
একাউন্ট গুলো হ্যাক করে হ্যাকাররা ওইসব আইডিতে বিট-কয়েনে ডোনেশন চেয়ে টুইট করে। নিচে বিট-কয়েন Wallet এর এড্রেসও দিয়ে দেয়।
মামলাতে বলা হয়, হ্যাকাররা ইউজারদের বিভ্রান্ত করতে Steve Wozniak এর ছবি এবং ভিডিও ব্যবহার করেছিল আর এই সমস্ত ভিডিও ইউটিউবে কয়েক মাস ধরে হোস্ট করা ছিল।
মামলাতে আরও বলা হয়েছে Wozniak একা নয় যার ভিডিও ব্যবহার করা হয়েছিল। সেখানে Elon Musk, Bill Gates, এবং Kim Kardashian সহ আরও কয়েকজনের ভিডিও ছিল।
এই হ্যাকিং এর পেছনে কে ছিল এটি স্পষ্ট নয় তবে Youtube কেন এই ধরনের ভিডিও গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় নি এজন্য দোষী করা হচ্ছে ইউটিউবকে।
Steve Wozniak অভিযোগ করেন ইউটিউবকে ভিডিও গুলোর বিরুদ্ধে নেয়ার কথা বলা হলেও তারা কোন ব্যবস্থা নেয় নি।
তবে এ ব্যাপারে ইউটিউবের এক মুখপাত্র জানিয়েছেন, আমারা আমাদের এই প্ল্যাটফর্মে অন্যায় খুব গুরুত্বের সাথে দেখি, যখন আমরা কোন নীতি লঙ্ঘনের কোন কিছু পাই সেটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিই।
তবে টুইটার যেভাবে ব্যবস্থা নিয়েছিল ইউটিউবের প্রতিক্রিয়া না দেখা যাওয়ায় এই ধরনের মামলা করা হয়েছে বলে জানা যায়।
Youtube জানিয়েছ, তাদের এমন নীতি রয়েছে যা কোন ব্যক্তি বা চ্যানেলকে স্প্যাম ছড়াতে নিষেধ করে। ইউটিউব আরও জানায় তারা ২০২০ সালের প্রথম কোয়ার্টারেই প্রায় ২.২ মিলিয়ন ভিডিও নীতি লঙ্ঘন করার জন্য সরিয়েছিল।
-
টেকটিউনস টেকবুম - ১৩ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।