লিগ্যাল সেক্টর গুলো ডিজিটালাইজ করতে ২ মিলিয়ন পাউন্ড অনুদান দিচ্ছে যুক্তরাজ্য

আর্থিক সেবা সংস্থা TheCityUK এর মতে, ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের রাজধানীতে ৪৩% Law-Tech স্টার্ট-আপ গুলোর এর সূচনা হয়েছে।

বর্তমানে করোনা মহামারীতে এই লিগ্যাল সেক্টর গুলো ডিজিটালাইজেশনে চাপ আসতে শুরু করেছে। তাই এই ধরনের স্টার্ট-আপ গুলোর গুরুত্ব বেড়ে গেছে।

আইনি খাত গুলো ডিজিটালাইজ করার প্রসঙ্গে জাতীয় Law-Tech ডিরেক্টর, Jenifer Swallow জানান, "যে বিষয়টি আগে ঐচ্ছিক ছিল এখন সেটা আবশ্যক হতে চলেছে, আমরা অর্থনৈতিক ভাবে যে চ্যালেঞ্জিং সময় পাড় করছি এই সময় ব্যয় কমানো জরুরী।

যুক্তরাজ্য ভিত্তিক Law-Tech গুলোতে ভালই বিনিয়োগ হচ্ছে তবে অভিজ্ঞরা বলছেন প্রতিযোগিতা ধরে রাখতে আরও বিনিয়োগ প্রয়োজন।

TheCityUK এর মতে, যুক্তরাজ্য, ২০১৮ সালে আইনি-পরিষেবায় ৩৫ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে আয়ের দিক থেকে বিশ্বের ২য় স্থানে রয়েছে।

যুক্তরাজ্য সরকার ২০১৯ সালে, আইনি খাতকে ডিজিটাল করার জন্য Tech Nation এর সাথে পার্টনারশিপ করে ২.৫ মিলিয়ন ডলারের ঘোষণা দিয়েছ।

মে মাসে Tech Nation ঘোষণা দিয়েছে তারা এ বছরের শেষের দিকে তারা কাজ শুরু করবে। আইন প্রবর্তনের জন্য গবেষণায় নিয়োজিত হবে।

জানা গেছে ২০১৯ সালে Fintech এর সফলতার পর যুক্তরাজ্য দেশটির লিগ্যাল সেক্টর গুলো বিনিয়োগ করতে প্রবল আগ্রহ প্রকাশ করেছে। এখানে উল্লেখ্য, Fintech অল্প সময়ে তাদের ব্যবসায়ের জন্য ৫০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করে ফেলেছিল।

বিশেষজ্ঞরা বলছে যুক্তরাজ্যের Law-Tech মার্কেট এখনো এতটা ম্যাচিয়ুর না হলেও এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি আরও একটি Law-Tech স্টার্ট-আপ উত্থাপিত হয়েছে। যার নাম DoNotPay। স্টার্ট-আপটি যুক্তরাষ্ট্র ভিত্তিক হলেও এটি যুক্তরাজ্যেও অপারেটর করা হচ্ছে। তারা Andreessen Horowitz এবং Founders Fund এর মত বিনিয়োগকারীদের কাছ থেকে ১২ মিলিয়ন ডলারের মত সিরিজ ফান্ডিং করেছে।

এই স্টার্ট-আপটি ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন Joshua Browder। যারা পার্কিং টিকেট জরিমানার মত ছোট ছোট বিবাদ মীমাংসার জন্য কাজ করছে।

DoNotPay এর CEO জানিয়েছেন তিনি যুক্তরাজ্যের বাজারে বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছেন।

তিনি আরও বলেন, এই বিষয় গুলোতে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে বেশি তৎপরতা রয়েছে। তিনি যুক্তরাজ্যে সরকারের ২ মিলিয়ন পাউন্ড অনুদানের ব্যাপারে বলেন, এটি অর্থের বিষয় নয়, এটি জনগণের মনোভাব এর বিষয়।

-
টেকটিউনস টেকবুম - ১৩ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস