কয়েক হাজার ডলার ব্যয় করে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় জনগণকে TikTok ব্যবহারে সতর্ক করছে।
কয়েকবার TikTok বন্ধের হুমকি দেয়ার পর এবার নিজের নির্বাচনী প্রচারণায় যখন ট্রাম্প TikTok নিয়ে বাজে কথা বলছেন তখন ধরেই নেয়া যায়, তিনি TikTok কে বেশ ঘৃণা করেন।
গত ১৭ জুলাই থেকে ২১ জুলাই ট্রাম্পের প্রচারের সাথে জড়িত তিনটি একাউন্ট, তাদের ফেসবুক এবং ইন্সটাগ্রামের অফিসিয়াল পেজের বিজ্ঞাপণে দাবী করে TikTok গুপ্তচরবৃত্তির মাধ্যমে ইউজারদের ডেটা চুরি করছে।
তবে TikTok বিজ্ঞাপণ গুলোর সকল অভিযোগ অস্বীকার করেছে কিন্তু এ ব্যাপারে কোন মন্তব্য করতে চায় নি।
ফেসবুকের ডেটা বিশ্লেষণে দেখা গেছে ট্রাম্প তার এই ধরনের প্রচারণায় ৮০, ০০০ ডলারের মত ব্যয় করছে এবং বিজ্ঞাপনটি দেখেছে প্রায় ৫.৫ মিলিয়ন আমেরিকান। আরও জানা যায় বিজ্ঞাপণ গুলো ফ্লোরিডা, টেক্সাস এবং ট্রাম্প ভোট-প্রাপ্ত বেশ কয়েকটি রাজ্যকে টার্গেট করে দেয়া হয়েছিল।
২২ জুলাই পর্যন্ত ট্রাম্পের এই ধরনের বিজ্ঞাপণে সর্বোচ্চ ভিউ হয়েছি ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপণে, যেখানে বলা হয়েছিল "TikTok is Spying on You"। জানা গেছে এই বিজ্ঞাপনটি ৪০০, ০০০ আমেরিকার নাগরিকদের কাছে পৌছাতে ৩, ০০০ ডলার ব্যয় করা হয়। ফেসবুক এর পরিষ্কার তথ্য বলছে ভিডিওটির অর্ধেক দর্শক ছিল মহিলা যাদের বয়স ১৮-৩৪ বছর। বাকি এড গুলো একই বয়সের পুরুষদের টার্গেট করে দেয়া হয়।
Social Media Research Centre এর প্রতিষ্ঠাতা এবং ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপণ বিশেষজ্ঞ, Tristan Hotham বলছেন তরুণ ভোটারদের আকৃষ্ট করতেই ট্রাম্প এই ধরনের পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, "বিজ্ঞাপণ গুলো চীনের সাথে ট্রাম্পের বৈরিতা এবং TikTok কে ঘৃণা করাকে প্রতিফলিত করে"।
তবে বিশেষজ্ঞরা বলছে এই ধরনের বিজ্ঞাপণ সত্যিই বাজে। TikTok অন্য আপ গুলো থেকে আলাদা কাজ করে এই বিষয়টি প্রত্যাখ্যান করেছে অনেক সাইবার এক্সপার্ট। তারা বলছে ইউজারদের ক্লিপ-বোর্ড ডেটা কপি করার যে বিষয়টি TikTok এর ক্ষেত্রে ঘটেছিল এটি একই ভাবে LinkedIn এবং Fox News অ্যাপ এর ক্ষেত্রেও হয়েছিল। TikTok ছাড়াও ওই দুটি আপও ইউজারদের ক্লিপ-বোর্ড ডেটা অনেক বার স্টোর করেছে।
University of Nottingham এর একজন চীনা বিশেষজ্ঞ বলেন, এই ধরনের প্রচারণা প্রশংসা পাবার যোগ্য। TikTok জনপ্রিয় হলেও এটা অনেক সমস্যা-যুক্ত।
এদিকে ফেসবুকের এক মুখপাত্র জানান, কোম্পানির ব্র্যান্ডিং কে ভুল ভাবে প্রকাশ করায় আমরা অধিকাংশ ভিডিও ইতিমধ্যে সরিয়ে ফেলেছি।
ট্রাম্পের সেক্রেটারি অফ স্টেট, মাইক পম্পেও TikTok এর উপর চাপ বাড়ানোর জন্য, রাজনীতিবিদদের চাপ দিতে গত ২২ জুলাই যুক্তরাজ্য সফর করেছিল বলেও শুনা যায়।
মাজার ব্যাপার হচ্ছে, এর আগে ২০১৮ সালে Musical.ly তাদের ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রামে পাঁচটি এডে কয়েক-হাজার ডলার ব্যয় করেছিল যা দেখেছিল ১৬৫, ০০০ আমেরিকান। যেখানে বলা হয়েছিল, "Donald Trump, Musical.ly ব্যবহার করে না সুতরাং আজই যুক্ত হোন"।
-
টেকটিউনস টেকবুম - ১২ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।