অন্যতম সেমিকন্ডাক্টর কোম্পানি Intel তাদের ২য় কোয়ার্টারের ফলাফল প্রকাশ করেছে, যা Wall Street এর প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। কিন্তু যখন Intel ঘোষণা দেয় নেক্সট জেনারেশনের চিপ, উৎপাদন সমস্যার জন্য কিছুটা দেরিতে বাজারে আসবে তখন প্রতিষ্ঠানটির স্টক কমে যায় ১০%।
Intel এর CEO, Bob Swan জানান, আমরা আমাদের সাত ন্যানোমিটার প্রসেসে কিছুটা ত্রুটি পেয়েছি এজন্য উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে।
Intel এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তাদের লাভ হয় ৫.১ বিলিয়ন ডলার এবং শেয়ার প্রতি ১.১৯ ডলার, যা আগে ছিল ৪.৩ বিলিয়ন ডলার এবং শেয়ার প্রতি ৯২ সেন্ট। প্রতিষ্ঠানটির রাজস্ব ২০% বেড়ে দাঁড়িয়েছে ১৯.৭ বিলিয়ন ডলার এবং শেয়ার প্রতি ১.২৩ ডলার। যেখানে বিশ্লেষকরা প্রত্যাশা করেছিল ১৮.৬ বিলিয়ন ডলার এবং শেয়ার প্রতি ১.১১ ডলার।
ঐতিহাসিক ভাবে Intel ছোট এবং কম ব্যয়বহুল চিপ তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছিল তবে বর্তমানে পরবর্তী জেনারেশনের চিপটি নিয়ে একটু ঝামেলায় আছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি সব সময় ফলো Moore's Law করে ক্ষুদ্র এবং কম ব্যয়বহুল সেমিকন্ডাক্টর তৈরি করছিল। Moore's Law নামকরণ করা হয় Intel এর সহপ্রতিষ্ঠাতা Gordon Moore এর নাম অনুসারে।
এই ট্রেন্ডটিই দিনের পর পর ক্ষুদ্র এবং স্বল্প মূল্যের চিপ উৎপাদনে সাহায্য করেছে। বর্তমানে ইন্টেল ১০ ন্যানোমিটার প্রসেস নিয়েও লড়াই করছে কারণ তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী AMD এদিকে অনেক এগিয়ে গেছে।
সর্বশেষ, Intel এর CEO, Bob Swan জানায় তারা এই অনিশ্চয়তা থেকে রক্ষা পেতে জরুরী পরিকল্পনায় বসবে।
-
টেকটিউনস টেকবুম - ১২ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।