সম্প্রতি The Wall Street Journal এর একটি প্রতিবেদনে উঠে এসেছে, Amazon তার নিজস্ব প্রতিদ্বন্দ্বী মূলক পণ্য তৈরি করতে ছোট ছোট কোম্পানি বা স্টার্ট-আপ গুলোতে বিনিয়োগ করছে।
বিভিন্ন স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারী জানিয়েছে Amazon তাদের কোম্পানিতে বিনিয়োগ করে এবং কিছু দিন পর নিজেরা একই পণ্য বাজারে এনে ছোট কোম্পানি গুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। বেশির ভাগ সময় Amazon বাজারে নতুন পণ্য নিয়েই আসে প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে।
এ বিষয়ে বেশ কয়েকটি প্রমাণও পায় The Wall Street Journal। যেমন কিছুদিন আগে Amazon, LivingSocial এর ৩০% মালিকানা কিনে নেয় এবং তাদের কাছে রিকুয়েস্ট করে কর্মীদের ডেটা দিতে। যখন তাদের কাছে প্রতিষ্ঠানটির কর্মীদের ডেটা চলে আসে, Amazon তখন তাদেরকে আরও ভাল ডিল অফার করা শুরু করে।
আরেকটি উদাহরণ ছিল তাদের Echo Show ডিভাইস। Amazon বেশ কিছুদিন আগে Nucleus নামের একটি স্টার্ট-আপের কিছু অংশ কিনে নেয়। এখানে উল্লেখ্য বাসার জন্য ভিডিও কমিউনিকেশন ডিভাইস বানাত Nucleus। প্রায় আট মাস পর যখন Amazon তাদের সকল তথ্য, প্ল্যান সম্পর্কে জেনে যায় তখন তারা সেই ডিভাইসের অনুকরণে তাদের Echo Show ডিভাইসটি বানিয়ে ফেলে। ফলাফলস্বরূপ বেশিরভাগ গ্রাহক পছন্দ করে Amazon এর প্রোডাক্ট, কারণ তাদের একটি বড় ব্র্যান্ড ভ্যালু আছে। আর অন্যদিকে Nucleus এর বিক্রয় রাতারাতি কমে যায়।
যদিও পরবর্তীতে Amazon প্রায় ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে Nucleus এর সাথে মীমাংসা করে নেয়, তবুও তারা অন্যায়টি স্বীকার করে নি।
ঠিক একই ভাবে DefinedCrowd, Vocalife, এবং Ubi এর মত কোম্পানি যারা ভয়েস ডিভাইস বানায় তারাও The Wall Street Journal কে জানিয়েছে, Amazon একই ভাবে তাদের কোম্পানিতে বিনিয়োগ করে তাদের প্রযুক্তি নকল করেছে।
কোম্পানি গুলো দাবী করেছে, তারা কখনোই Amazon এর সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না সুতরাং তাদের বাজার থেকেই চলে যেতে হবে।
তবে Amazon এ ব্যাপারে বলেছে, কোম্পানি গুলো প্রতিযোগী পণ্য বানানোর মত কোন ইনফরমেশন আমাদের কাছে শেয়ার করে নি।
Amazon এর একজন মুখপাত্র বলেন, ২৬ বছর ধরে আমরা নতুন নতুন ক্যাটাগরিতে সম্পূর্ণ আলাদা আলাদা পণ্য নিয়ে এসেছি, তবে দুর্ভাগ্যক্রমে কিছু পক্ষ থাকবেই যারা সব সময় অভিযোগ করবে। কোন ইন্টেলেকচুয়াল প্রোপার্টির বৈধ বিরোধ সমাধান করার জন্য আদালত আছে।
জার্নালে আরও উঠে এসেছে এই ধরনের অভিযোগে Amazon শীগ্রই তদন্তের মুখোমুখি হচ্ছে। হাউজ জুডিশিয়ারি কমিটি একটি Antitrust শুনানি অনুষ্ঠিত হচ্ছে যাতে আমাজনের সিইও জেফ বেজোস এবং অন্যান্য বিশিষ্ট প্রযুক্তি নির্বাহীরা সাক্ষ্য দেবেন।
ফেডারেল ট্রেড কমিশন অ্যামাজন এবং অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলির বিষয়টিও খতিয়ে দেখছে, যে তারা বিনিয়োগ করে কোনও অনুপযুক্ত সুবিধা অর্জন করেছে কিনা।
গত এপ্রিল থেকে The Wall Street Journal তদন্তে দেখা গেছে যে প্রতিযোগিতামূলক পণ্য বাজারে আনার জন্য অ্যামাজন তৃতীয় পক্ষ থেকে বিক্রেতাদের ডেটা ব্যবহার করেছে।
-
টেকটিউনস টেকবুম - ১২ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।