মার্কিন নির্বাচনে সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর তথ্য প্রতিহত করবে মেশিন লার্নিং এলগরিদম

নির্বাচনে বিভ্রান্তিকর তথ্য প্রতিহত করতে গবেষকরা এমন একটি মেশিন লার্নিং এলগোরিদম ডেভেলপ করেছে যা ইন্টারনেটের ট্রল গুলোকে Pop-up করে দেখাবে এবং Flags করতে সাহায্য করবে। প্রোগ্রামাররা বলছে এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানি গুলো, নির্বচনের সময় দ্রুত মিথ্যে এবং বিভ্রান্তিমূলক টিউনে গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

Science Advances এর তথ্য অনুযায়ী, এই টুলটি ট্রল সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং ডিস-ইনফরমেশন প্রচারের সাথে জড়িত প্যাটার্ন গুলো এনালাইসিস করে, নির্দিষ্ট একটি স্ট্যান্ডার্ড তৈরি করেছে। যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যেকোনো অস্বাভাবিক পোষ্টকে ডিটেক্ট করতে পারবে।

গবেষকরা দাবী করছে এই টুলটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারে, এখন পর্যন্ত Twitter এবং reddit এ এই পদ্ধতি ভাল ভাবেই কাজ করেছে।

টুলটির সাথে জড়িত New Jersey Institute of Technology এর একজন প্রফেসর, Cody Buntain জানিয়েছেন এই টুলটি সোশ্যাল মিডিয়া গুলোকে রিয়েল টাইম প্রতিক্রিয়া জানাতে এবং ট্র্যাক করতে সাহায্য করবে।

Cody Buntain আরও বলেন, অধিকাংশ সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে এই ধরনের টিউন নিয়ন্ত্রণ করতে মেশিন লার্নিং ব্যবহার করছে, তবে নতুন এই মডেলটি তাদের প্রচেস্টার সাথে যুক্ত হয়ে এটিকে আরও কার্যকরী করে তুলবে। এই টুলটি দ্রুত কোম্পানিকে বিভিন্ন ডিস-ইনফরমেশনের খবর জানাতে পারবে এমনকি ভবিষ্যতের এই ধরনের ক্যাম্পেইন এর পূর্বাভাসও দিতে পারবে।

গবেষকরা তাদের এলগোরিদম পরীক্ষা করার জন্য Twitter এর বিভিন্ন বিভ্রান্তিকর টুইটে এটি প্রয়োগ করেছে এবং পূর্বের সেই টুইট গুলো থেকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

দারুণ এই মডেলটি ট্রল এবং আসল নির্বাচনী ক্যাম্পেইন গুলো আলাদা করতেও সফল হয়েছে।

Cody Buntain এবং অন্য গবেষকরা এই এলগোরিদমটি ফ্রিতে ব্যবহার করার অফার করেছে এবং প্রত্যাশা করছে কোন কোম্পানিকে পার্টনার হিসেবে নেয়ার। জানা গেছে একটি কোম্পানি তাদের সাথে কাজ করতে ইতিমধ্যে রাজীও হয়েছে।

Cody Buntain বলছেন কোম্পানিগুলোকে এই এলগোরিদম ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সর্তকতা অবলম্বন করতে হবে কারণ তা ১০০% সঠিক নয়।

টুলটির সাথে জড়িত গবেষকরা বলেছেন, কিছু সপ্তাহ পর পর এর এলগোরিদম আপডেট করা হবে যাতে সর্বোচ্চ সার্ভিসটি দেয়া যায়। তবে নির্বাচন চলা কালে ম্যাক্সিমাম সত্যতা নিশ্চিত করার জন্য এটি কিছুটা ধীর হতেও পারে।

-
টেকটিউনস টেকবুম - ১১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস