ইলেকট্রিক স্কুটার কোম্পানি Lime কে সহায়তা করছে Uber

প্যারিসের তিনটি ইলেকট্রিক স্কুটার কোম্পানির মধ্যে Lime কে সহায়তা করছে Uber। যা ইউরোপের সব চেয়ে লাভজনক মার্কেটে পরিণত হয়েছে।

প্যারিস যখন গত মাসের টেন্ডারের ফলাফল প্রকাশ করতে আনুষ্ঠানিক ভাবে প্রস্তুত এমন সময় একটি ইমেইল লিকের মাধ্যমে জানা যায় এই তালিকার প্রথমে আছে Lime

অন্যদিকে জার্মানের স্টার্ট-আপ Tier যারা সম্প্রতি ২২.৭ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে, তারাই টেন্ডারটি জিতবে তবে বলে দাবী করছে।

তবে Lime এ ব্যাপারে কথা বলতে চায় নি।

দেশটিতে ভাড়া গাড়ির সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় এই ধরনের টেন্ডারের সিদ্ধান্ত নেয়া হয়।

বছরের শুরুতে করোনা ভাইরাসের জন্য কোম্পানির রাজস্ব কমে যাওয়ায় Lime, ৮০ জনের ও বেশি কর্মীকে বাদ দিয়ে দেয়। জানা গেছে তারপর থেকে Uber থেকে বিনিয়োগ পাচ্ছে সংস্থাটি।

প্যারিসকে ইউরোপের বৃহত্তম বাজার হিসেবে ধরা হয় এবং টেন্ডারের আগে রেন্টাল কার বিজনেস শহরটিতে অত্যধিক বেড়ে যায়। ২০১৯ সালে শহরটির মেয়র বলেছিল, আমাদের রাস্তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার জন্য শহরের রাস্তা, ফুটপাতে কিছু নিয়ম শৃঙ্খলার দরকার।

তিনি আরও বলেন, এটি নৈরাজ্য থেকে কম নয়, আমাদের মত একটি শহরের পক্ষে এই ধরনের পরিষেবা পরিচালনা অত্যন্ত কঠিন।

যুক্তরাজ্যে এই ধরনের সেবা নিষিদ্ধ করার পর প্যারিস হচ্ছে স্কুটার স্টার্ট-আপ গুলোর অন্যতম লক্ষ্য।

Lime এর একজন বিনিয়োগ কারী বলেছিল ইউরোপে শুধু মাত্র দুয়েকটি কোম্পানিই সফলতার সাথে বিজনেস করতে পারবে।

সিলিকন ভ্যালির স্কুটার স্টার্ট-আপ গুলো বাজারে আধিপত্য বিস্তার করলেও, ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী গুলোও তা অর্জনে প্রবল আত্মবিশ্বাসী। মার্কিন স্টার্ট-আপ গুলো সবসময় বিনিয়োগকারীদের আকর্ষণ করে এবং এই ধারাবাহিকতায় Bird এবং Lime গঠন করেছে ৬২৩, ৯৩৫ মিলিয়ন ডলারের তহবিল।

মহামারীর শুরুতে ২০২০ সালে Bird ইউরোপীয় স্কুটার অপারেটর এবং এককালীন প্রতিযোগী Circ কে কিনে নিয়েছিল।

-
টেকটিউনস টেকবুম - ১১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস