সম্প্রতি টুইটার জানিয়েছে নেদারল্যান্ডের একজন নির্বাচিত কর্মকর্তা সহ আরও ৩৬ একাউন্টের ডিরেক্ট মেসেজ পড়তে পারে হ্যাকাররা।
টুইটার তাদের ব্লগ টিউনে জানায় তবে এখন পর্যন্ত নির্বাচিত কোন কর্মকর্তার মেসেজ কেউ পড়েছে বলে তারা ইঙ্গিত পায় নি।
কিছু দিন আগে হ্যাকাররা হ্যাক করে ৪৫ টি ভেরিফাইড Twitter একাউন্ট। এখানে ছিল Barack Obama, Joe Biden, Elon Musk, Bill Gates, এবং Kim Kardashian সহ আর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং Apple, Uber এর মত কিছু কোম্পানির Twitter একাউন্ট।
Reuter, সম্প্রতি টুইটারকে জিজ্ঞাস করে যেখানে হ্যাকাররা ৩৬ টি একাউন্টের মেসেজ পড়তে পারে সেখানে কেন ৪৫ ভেরিফাইড একাউন্টের মেসেজ পড়তে পারবে না। কিন্তু টুইটার এ ব্যাপারে কোন জবাব দেয় নি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি খুবই সাধারণ ব্যাপার, যে কেউ কোন একাউন্ট থেকে টুইট করতে পারলে, মেসেজ গুলো অবশ্যই পড়তে পারবে।
তাই আসলেই বিশিষ্ট ব্যক্তিদেরও ব্যক্তিগত মেসেজ পড়া হয়েছে কিনা এই বিষয়টি তদন্ত করছে FBI।
তবে এর আগে টুইটারের এক মুখপাত্র বলেছিল হ্যাকাররা আটটি একাউন্ট এর সম্পূর্ণ ডেটা ডাউনলোড করে নিয়েছে যাতে কোন ভেরিফাইড আইডি ছিল না এবং ডাউনলোডিং টুল দিয়ে মেসেজও এক্সেস করা যায় না।
একই সাথে টুইটার জানায় হ্যাকাররা ফোন নাম্বার বা ইমেইল দেখতে পারলেও কখনো আগের পাসওয়ার্ড দেখতে পারে নি।
-
টেকটিউনস টেকবুম - ১০ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।